ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুরি যাওয়া মাল উদ্ধারে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৭:০৯, ৪ জুলাই ২০১৮

চুরি যাওয়া মাল উদ্ধারে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৩ জুলাই ॥ ভৈরব বাজারে বিভিন্ন দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পায়নি এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা ১১টায় ভৈরব সাংবাদিক সমিতির আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা চুরির ঘটনা সাংবাদিকদের অবগত করেন। গত ২৭জুন ভৈরব বাজরের মিষ্টিপট্টি এলাকায় শুভ জেনারেল স্টোরে তালা কেটে ক্যাশবক্স থেকে ১৪ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ বিষয়ে শুভ জেনারেল স্টোরের স্বত্বাধিকারী জলিল মিয়া ভৈরব থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের এক সপ্তাহ হলেও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা নেই বলে অভিযোগ করেন। কেমিক্যালের গরম পানিতে দগ্ধ রুবেলের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩ জুলাই ॥ ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাগরাপাড়াস্থ সেফার্ড ডায়িং মিলের শ্রমিক রুবেল (৩০) কেমিক্যালের গরম পানিতে দগ্ধ হয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে মারা গেছে। জানা যায়, ভালুকা উপজেলার ভরাডোবা বাগের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র রুবেল বৃহস্পতিবার ওই কারখানায় ডায়িং সেকশানে কাজ করার সময় অসাবধানতা বশত কেমিক্যাল মিশ্রিত গরম পানিতে দগ্ধ হয়। গুরুতর অবস্থায় রুবেলকে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায়।
×