ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ প্রথম টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৬:১০, ৪ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ প্রথম টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। এ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি হবে। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি শেষ হলে ১২ জুলাই থেকে জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার বাংলাদেশ দল দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। টেস্ট সিরিজ শেষ হলে ২২ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে ওয়ানডে সিরিজ শুরু হবে। ২৬ জুলাই দ্বিতীয় ও ২৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। ১ আগস্ট প্রথম টি২০ ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। ৪ ও ৫ আগস্ট যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো মার্কিন মুলুকের লওডেরহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কের স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও নতুন কোচ স্টিভ রোডসের প্রথম এ্যাসাইনমেন্ট। সাকিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেবেন। এই সিরিজ দিয়েই সাকিবের সেই পথচলা শুরু হচ্ছে। আর রোডস বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই যোগ দিয়েছেন। এ সিরিজ দিয়েই তারও বাংলাদেশের সঙ্গে যাত্রা শুরু হচ্ছে। দুইজনের এ যাত্রা শুভ হোক সেই কামনাই করছে ক্রিকেটপ্রেমীরা। সাকিব এই দায়িত্ব শুরু করতে গিয়ে তেমন রোমাঞ্চিত নন। তবে জয়ের আশা করছেন। বলেছেন, ‘সত্যি বলতে আমি তেমন রোমাঞ্চিত নই। আমার মনে হয় এবারের চ্যালেঞ্জটা সহজ হওয়া উচিত আগের চেয়ে। দলের এখন যেভাবে খেলছে সেজন্যই আসলে।’ সঙ্গে যোগ করেন, ‘খুব ভাল শুরুর পরও সবাই স্ট্রাগল করে। এরপর তারা উন্নতি করতে থাকে, আবার সংগ্রামের সময় আসে। এভাবে একজন খেলোয়াড় বছর পাঁচেক কাটিয়ে দিলে সবকিছু তার জন্য অপেক্ষাকৃত সহজ হয়ে যেতে থাকে। নতুন চ্যালেঞ্জ এলে প্রেরণা বাড়ে।’ ওয়েস্ট ইন্ডিজের উইকেট পেসনির্ভর। পেসারদেরই দায়িত্ব নিয়ে খেলতে হবে। সাকিব জানান, ‘কে যে সফল হবে তা বলা মুশকিল। আমাদের ফাস্ট বোলাররা দেশ ও দেশের বাইরে দুই জায়গাতেই স্ট্রাগল করছে। আমার মনে পড়ে না কবে কেউ ৫ উইকেট নিয়েছিল। আমার মনে হয় এটাই উন্নতির সবচেয়ে বড় জায়গা।’ সঙ্গে স্পিনারদের নিয়ে বলেন, ‘আমাদের স্পিনাররা কিন্তু তাদের বান্ধব কন্ডিশনে সফল হয়ে আসছে। আমাদের পেস বোলারদেরও তা করে দেখাতে হবে। বিসিবি ফাস্ট বোলিং ক্যাম্প করে কাজটা এগিয়ে নিচ্ছে। আমার মনে হয় ওটা কাজে আসতে পারে।’ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এর আগে বাংলাদেশ ১২টি টেস্ট খেলে। দুটি টেস্ট জেতে। দুটি টেস্টে ড্র করে। বাকি টেস্টগুলোতে হারে। ২০০৯ সালে যে দুই টেস্টে জিতেছিল বাংলাদেশ, সাকিবই নেতৃত্ব দিয়েছিলেন। মাশরাফি বিন মর্তুজা শুরুতেই ইনজুরিতে পড়ায় সাকিবের কাঁধে অধিনায়কের দায়িত্ব পড়ে। সাকিব সেই দায়িত্ব যথাযথ পালনও করেন। ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এবার যখন ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছে বাংলাদেশ, আবার সাকিবই অধিনায়ক। তাহলে কী আবারও ভাল কিছুর দেখা মিলবে? সেই আশাই করা হচ্ছে।
×