ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের মন্তব্য

দারিদ্র্য নিরসন ও সবার জন্য সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ‘বিশ্ব নেতা’

প্রকাশিত: ০৬:০৫, ৪ জুলাই ২০১৮

দারিদ্র্য নিরসন ও সবার জন্য সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ‘বিশ্ব নেতা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক উন্নতির প্রশংসা করেছেন বিশ^ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বলেছেন, দারিদ্র নিরসন ও সবার জন্য সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ ‘বিশ^ নেতা’ হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের উন্নতি অন্যান্য দেশের জন্য অনুপ্রেরণার। দুই দিনের বাংলাদেশ সফর শেষে তিনি এসব কথা বলেন। উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হতে তিনি বাংলাদেশকে বিশ^ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ^ব্যাংক প্রধান বিশ^নেতাদের আরও জোরালো হস্তক্ষেপ চেয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে। শনিবার দিবাগত রাতে দুই দিনের সফরের অংশ হিসেবে ঢাকায় আসেন বিশ^ব্যাংকের প্রেসিডেন্ট। সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, সংঘাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার কল্যাণে বাংলাদেশের বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রয়োজন। বিবৃতিতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, আামি রোহিঙ্গা ক্যাম্পের চরম সঙ্কট দেখেছি। ভয়াবহ অভিজ্ঞতার শিকার নারী ও পুরুষদের সঙ্গে আমি কথা বলেছি। তারা এখনও পরিস্থিতির উন্নতির অপেক্ষা করছে। রোহিঙ্গারা নিজেদের দেশে ফিরতে চায় বলেও জানান বিশ^ব্যাংকের প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে উদারতার পরিচয় দিয়েছে। তবে রোহিঙ্গাদের জরুরী প্রয়োজন মেটাতে আরও অনেক কিছু করণীয় রয়েছে। চলমান ভারী বর্ষা, সম্ভাব্য সাইক্লোনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও রোগ-ব্যাধির ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন কিম। বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে দুই দিনের সফরে সংস্থাটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ হাসান আলীসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বিশ^ব্যাংক প্রেসিডেন্ট রোহিঙ্গাদের কল্যাণে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। এ বিষয়ে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। সফরকালে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির প্রশংসা করেন কিম। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে বিশ^ব্যাংকের প্রতিশ্রুত ৪৮ কোটি মার্কিন ডলারের সহায়তা দেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×