ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী সঙ্গে রেড ক্রস প্রেসিডেন্টের সাক্ষাত

প্রকাশিত: ০৮:২৮, ৩ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী সঙ্গে রেড ক্রস প্রেসিডেন্টের সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে রেড ক্রস প্রেসিডেন্ট পিটার মুরের বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের সেনাপ্রধানের ইতিবাচক মনোভাব দেখে এসেছেন তিনি। মিয়ানমার হয়ে বাংলাদেশে আসার পর বিশ্বের সর্ববৃহৎ দাতব্য সংস্থাটির প্রধান মুরের কক্সবাজার গিয়ে রোহিঙ্গাদের সার্বিক অবস্থা দেখে সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরে গণভবনে যান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রসের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে ওদের (মিয়ানমার) যে কমান্ডার ইন চীফ তার এ্যাটিচিউডটা পজিটিভ। তার এই কথা শুনে প্রধানমন্ত্রী বলেছেন, আপনার কাছ থেকে এই কথা শুনে ভাল লাগল। প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন প্রদেশে গত বছরের আগস্টে সেনা অভিযান শুরুর পর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে থাকে। তাদের মুখে উঠে আসে সেনাবাহিনীর হাতে নির্যাতনের চিত্র।
×