ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভালুকায় কৃষকের সবজি ক্ষেত কেটেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৩:৫৩, ৩ জুলাই ২০১৮

ভালুকায় কৃষকের সবজি ক্ষেত কেটেছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ, ২ জুলাই ॥ ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামে দুর্বৃত্তরা রবিবার রাতে এক কৃষকের প্রায় ৪ বিঘা জমির ফসলসহ ২৩শ’ চিচিংগা গাছ কেটে ফেলেছে। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার নারী-পুরুষ ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেতটি দেখতে ভিড় জমিয়েছে। এ সময় কৃষক সামছুল ইসলাম কেটে ফেলা গাছ ও সবজি সামনে নিয়ে বসে আহাজারি করছিলেন। জানা গেছে, তালাব গ্রামের বাছির উদ্দিনের ছেলে সামছুল ইসলাম চার বিঘা জমিতে চিচিংগার আবাদ করেন। এতে তার জমিতে প্রায় ২৩ শত গাছে ফলন বিক্রয় উপযোগী হয়ে এসেছে। বাজারজাত করার জন্য গত কয়েকদিন যাবত পাইকারের সঙ্গে দরদাম ফয়সালা হচ্ছিল। রবিবার রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতের মাচায় ওঠা প্রতিটি গাছের মাঝখান থেকে কেটে ফেলে যায়। সোমবার সকালে ক্ষেতের আশপাশের লোকজন গাছগুলো কাটা দেখে সামছুলকে খবর দেয়। গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত নিজস্ব সংবাদদাতা, ২ জুলাই, গাইবান্ধা ॥ সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের হাজীর গেট এলাকায় সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে মনিরা আকতার (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে ওই ইউনিয়নের উজির ধরণী গ্রামের মোজাফফর মিয়ার মেয়ে ও লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বোনাড়পাড়া রেলওয়ে পুলিশ জানায়, মনিরা সকালে রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলছিল।
×