ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে ৪ লাখ ৪০ হাজার জাল টাকাসহ আটক ২

প্রকাশিত: ০৩:৫২, ৩ জুলাই ২০১৮

নাটোরে ৪ লাখ ৪০ হাজার জাল টাকাসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ জুলাই ॥ সিংড়া থেকে ৪ লাখ ৪০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকা থেকে জাল টাকাসহ তাদের আটক করা হয়। আটককৃত হলো সিংড়া উপজেলার শেরকোল আগপাড়া মহল্লার মৃত দেছের আলী মোল্লার ছেলে সামাদ আলী মোল্লা (৩১) ও একই এলাকার মৃত এরশাদ আলী সরকারের ছেলে কিসমান আলী সরকার (৩৮)। র‌্যাব-৫ সিপিসি-২ এর কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার দিকে সিংড়া পৌর এলাকায় বিশেষ অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। অভিযানের একপর্যায়ে তারা জানতে পারেন স্থানীয় এক ধান ব্যবসায়ী কাঞ্চন পালের সঙ্গে সামাদ আলী মোল্লা ও কিসমান আলী সরকারের বড় অঙ্কের একটি লেনদেন হবে। এ সময় র‌্যাব সদস্যরা পৌরসভা এলাকায় অবস্থান নেয়। পরে সামাদ মোল্লা ও কিসমান আলী তাদের কাছে পাওনা ৪ লাখ ৪০ হাজার টাকা কাঞ্চন পালকে বুঝিয়ে দেয়। রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ওই জাল টাকাসহ আটক করে। চরফ্যাশনে ছাত্রীকে এসিড নিক্ষেপ ॥ আটক ৫ নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২ জুলাই ॥ ভোলার চরফ্যানের শশীভুষণে সোমবার ভোরে আয়েশা বেগম নামের এক স্কুলছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসিডে তার মুখম-লসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আয়েশা উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গ্রামপুলিশ বাবুল প-িতের মেয়ে এবং শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শশীভূষণ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকিব, তমাল, আইমান, জুলহাস ওরফে মিরাজ ও খালেদ নামের পাঁচ জনকে আটক করেছে। তাদের বাড়ি রসুলপুর গ্রামে। জানা যায়, রাতে আয়েশা তার দাদি আফরোজা বেগমের সঙ্গে ঘুমিয়ে ছিল। ফজরের নামাজের কিছুক্ষণ পূর্বে আয়েশার ডাক চিৎকার শুনে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পায় তার মুখম-ল ঝলছে গেছে।
×