ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জি-মেইলে নতুন ফিচার

প্রকাশিত: ০৫:১৫, ২ জুলাই ২০১৮

জি-মেইলে নতুন ফিচার

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইল, এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নতুন ফিচার ও নতুন ইন্টারফেসে হাজির হয়েছে জি-মেইল। আর এবার নতুন জি-মেইলে আরও একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। জি-মেইল কর্তৃপক্ষ তাদের ব্লগপোস্টে জানিয়েছে, ব্যবহারকারী যদি তার ইনবক্সের কোন ই-মেইলের রিপ্লে অর্থাৎ উত্তর দিতে ভুলে যায়, তবে তা মনে করিয়ে দেবে জি-মেইল। যখন ইনবক্সে ই-মেইলের বন্যা বয়ে যায়, তখন কিছু ই-মেইল বেখেয়ালে হয়ত অপঠিত থেকে যায়। ভুলে যাওয়া সেসব ই-মেইলের রিপ্লে দেয়াটা স্মরণ করিয়ে দিতেই নতুন জি-মেইলে এবার যুক্ত করা হয়েছে ‘নাজ’ নামক নতুন একটি ফিচার। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই রিমাইন্ডার ফিচারটি নতুন জি-মেইলের ডিফল্ট ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। তবে ব্যবহারকারী চাইলে সেটিংস মেন্যু থেকে সেবাটি বন্ধ করতে পারবেন। ‘নাজ’ ফিচারটির মাধ্যমে জি-মেইল জানাবে ইনবক্সের কোন ই-মেইলটি অপঠিত রয়ে গেছে, তা কতদিন আগে এসেছে এবং ই-মেইলটির রিপ্লে দিতে চান কিনা। আর এক্ষেত্রে ওই ই-মেইলটি ইনবক্সের টপে রেখে অবহিত করবে জিমেইল। ইনবক্স ছাড়াও নাজ ফিচারটি সেন্ড ফোল্ডারের খোঁজখবরও রাখবে এবং জানাবে যে, পাঠানো কোন ই-মেইলটির রিপ্লে গ্রাহক পাননি। গুগল জানিয়েছে, নতুন জি-মেইলে এই ফিচারটি উপভোগ করতে পারবেন সকল ব্যবহারকারী। -দ্য ভার্জ
×