ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য নির্যাতন ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:৩৬, ২ জুলাই ২০১৮

যৌতুকের জন্য নির্যাতন ॥ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১ জুলাই ॥ আদমদীঘিতে যৌতুকের জন্য নির্যাতন করার ঘটনায় মাহফুজা বেগম নামে এক সন্তানের মা বাদী হয়ে রবিবার স্বামী তোজাম্মেল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ এই মামলায় উপজেলার চাটখইর গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং মাহফুজার ভাশুর ফুলবরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে মাহফুজা বেগমের সঙ্গে আদমদীঘি উপজেলার চাটখইর গ্রামের আব্দুল হামিদের ছেলে তোজাম্মেল হোসেনের ৫ বছর আাগে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের জন্য জিল্লুর রহমান তার জামাইকে উপঢোকন হিসেবে টিভি, ফ্রিজ, শোকেশ, ওয়ার্ডরবসহ ২ লাখ টাকার সামগ্রী প্রদান করেন। তোজাম্মেল-মাহফুজার দাম্পত্য জীবনে ৪ বছরের ছেলে সন্তান রয়েছে। মাহফুজার স্বামী বিদেশে থাকার সময় ভাশুর, দেবর ও ননদ মিলে তার কাছে যৌতুক হিসেবে দেড় লাখ টাকা দাবি করে আসছিল। পাঁচ মাস আগে স্বামী তোজাম্মেল দেশে ফিরে আসে। সেও যৌতুক হিসেবে ২ লাখ টাকা দাবি করে। কিন্তু দাবি করা যৌতুকের টাকা দিতে তারা অস্বীকার করে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে মাহফুজাকে শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে স্বামীসহ অপর আসামীরা মাহফুজাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়।
×