ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া-সারিয়াকান্দি সড়ক বেহাল ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৪:৩৫, ২ জুলাই ২০১৮

বগুড়া-সারিয়াকান্দি সড়ক বেহাল ॥ জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার পূর্বাংশের গুরুত্বপূর্ণ সারিয়াকান্দি, গাবতলী সোনাতলার সঙ্গে জেলার যোগাযোগের অন্যতম সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কে যানবাহন চলাচল দুরূহ হয়ে পেড়েছে। এই সড়কটি দ্বিতীয় বাইপাস সড়ক এবং চেলোপাড়া-সাবগ্রাম-গোলাবাড়ি সড়কের কানেকটিভিটি। এই কানেকটিভিটি ৩ উপজেলার সংযোগ তৈরি করেছে। চলতি বর্ষা মৌসুমে এই পথে চলতে সাধারণের যারপর নেই ভোগান্তি পোহাতে হচ্ছে। গেল শুকনো মৌসুমে যখন খানা খন্দকে ভরা এবড়ো থেবেড়ো পথ ছিল তখন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও এলাকার লোক কোন সুফল পায়নি। বর্তমানে হেঁটে চলাও যাচ্ছে না। রাস্তা দেখে মনেই হবে না এটি নগরীর কোন সড়ক। এই পথে রিক্সা, মোটরবাইক, সিএনজি চালিত অটোরিক্সা, থ্রি-হুইলার,ব্যাটারি চালিত ইজিবাইক ও মিনিবাসে চলাচল করলে গোটা শরীর ব্যথা হয়ে যায়। গন্তব্যে নামার পর বোঝা যায় কি ধকল গেলো শরীরের ওপর। উল্লিখিত যানবাহন ও এ্যাম্বুলেন্সে করে কোন রোগী বহন করলে রোগীর অবস্থা যারপর নেই কাহিল হয়ে পড়ে। জরুরী রোগী হলে চিকিৎসা দেয়ার আগেই শঙ্কিত থাকতে হয়। বর্ষার এই মৌসুমে যানবাহন চলাচল ঝুঁকির মুখে পড়েছে। দেশজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্রমেই উন্নত হচ্ছে। আবার নির্মাণের পর দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দিনে দিনে এসব সড়ক দিয়ে চলাচলকারী যান্ত্রিক যানবাহনের সংখ্যা বাড়ছে। প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় সাধারণের কর্ম বেড়ে গিয়েছে। নিত্যদিন পূর্ব বগুড়ার হাজারও নারী-পুরুষ শিশু যানবাহনে চলাচল করে। এই সড়কের দ্রুত প্রতিকারের দাবিতে এলাকার তরুণরা নগরীর সাতমাথায় মানববন্ধন করেছে। স্থানীয়রা বলেন, দূর দূরান্তের স্কুল ও কলেজ শিক্ষার্থীরা এই পথেই চলাচল করে। সড়ক ভাঙ্গা থাকায় বর্ষা শুকনো সকল মৌসুমেই যানবাহন চলাচলে সময় ক্ষেপণ হয়। সময়মতো কোথাও পৌঁছা যায় না। পূর্ব বগুড়ার সোনাতলা গাবতলী সারিয়াকান্দি উপজেলা থেকে বগুড়া পৌঁছতে যে সময় লাগত বর্তমানে তার চেয়ে কয়েকগুণ বেশি সময় লাগে। সড়ক মেরামত বা সংস্কার না হওয়ায় দুর্ভোগের মাত্রা বেড়েই যাচ্ছে। এই বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের কথা: ওই সড়কে নির্ধারিত ওজনের চেয়ে বেশি পণ্য ও যাত্রী নিয়ে যন্ত্রচালিত যানবাহন চলাচল করায় রাস্তার স্থায়িত্ব ঠিক থাকছে না। বার বার নিষেধ করার পরও মাত্রাতিরিক্ত ওজনের পণ্য নিয়ে ট্রাক, মিনিট্রাক চলাচল করছে। তিনি জানান, সড়ক সংস্কারের আওতায় এই সড়ক রয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। সওজ গেল প্রায় এক বছর ধরেই এই কথা বলছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।
×