ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকবিরোধী সমাবেশ

প্রকাশিত: ০৬:২৮, ১ জুলাই ২০১৮

মাদকবিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩০ জুন ॥ মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার করিমপুর বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম। এতে স্থানীয় এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ। সমাবেশে এলাকায় সন্ত্রাস, চুরি, ডাকাতি ও মাদকবিরোধী সফল অভিযানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে থানার ওসিকে সংবর্ধনা দেয়া হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবী হাজী মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি ওসি একেএম মনজুর আলম, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের প্রমুখ। শ্রেষ্ঠ পিতা ও সন্তানদের সম্মাননা সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৩০ জুন ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর’ আওতায় শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান ও প্রবীণদের সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার কাদিরদী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান ও বয়স্ক প্রবীণ নারীর হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও সম্মানী তুলে দেয়া হয়। মোট দশজন শ্রেষ্ঠ পিতা, ৫জন শ্রেষ্ঠ সন্তান ও সবচেয়ে বেশি বয়স্ক ১০৭ বছরের নারী খুকী রানী চক্রবর্তী এ সম্মাননা পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সম্মাননাসমূহ বিতরণ করেন।
×