ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে মুক্ত করা বিএনপির প্রথম এজেন্ডা ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:১৮, ১ জুলাই ২০১৮

খালেদা জিয়াকে মুক্ত করা বিএনপির প্রথম এজেন্ডা ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ সরকার খালেদা জিয়াকে ভয় পায় তাই তাকে বেশিদিন কারাগারে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ‘নাগরিক অধিকার আন্দোলন মঞ্চ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপির সামনে এখন কঠিন পথ। তাই বিএনপির প্রথম এজেন্ডা হলো খালেদা জিয়াকে মুক্ত করা। ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়া অবশ্যই মুক্তি পাবেন। যেদিন তিনি মুক্তি পাবেন সেদিন দেশে নতুন জোয়ার সৃষ্টি হবে। তার মুক্তির মাধ্যমেই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, এটা আমরা বিশ্বাস করি। এজন্য আমাদের আওয়ামী লীগ ও ১৪ দলের বাইরের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে। এভাবে জাতীয় ঐক্য করে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। তখন আর বিএনপি নেতাকর্মীদের বদ্ধ ঘরে থাকতে হবে না। তারা তখন রাজপথে থাকবেন। কারণ কোন স্বৈরাচার সরকারের পতন নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হয় না। মওদুদ বলেন, আমরা তো সবকিছু হারিয়েছি। আমাদের নেত্রী খালেদা জিয়া জেলখানায়। আমরা দেশে গণতন্ত্র হারিয়েছি, ভোটের অধিকার হারিয়েছি. আইনের শাসন হারিয়েছি, বিচার বিভাগের স্বাধীনতা হারিয়েছি এমনকি গণমাধ্যমের স্বাধীনতাও হারিয়েছি। তিনি বলেন, একটা জাতি কিসের ওপর নির্ভর করে বড় হয় ও উন্নতি লাভ করে? শুধু ফ্লাইওভার দিয়ে নয়, রাস্তাঘাট দিয়ে নয়, সেতু দিয়ে নয়; একটা জাতির উন্নতি হয় তার মূল্যবোধ কতটুকু তার ওপর নির্ভর করে। মওদুদ বলেন, জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে এবং উপযুক্ত সময়ে কঠোর কর্মসূচী ঘোষণা করে সরকার পরিবর্তন করা হবে। জাতীয় ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে। তখন এমন কর্মসূচী দেয়া হবে যাতে সরকার পরিবর্তন হয়। ’৭৫ সালের আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই মন্তব্য করে তিনি বলেন, তারা তখন বাকশাল কায়েম করেছিল, যদিও সেটা লিখিত ছিল। কিন্তু বর্তমানে অলিখিতভাবে প্রবঞ্চনার মধ্য দিয়ে সরকার দেশ চালাচ্ছে। এই যে কলঙ্ক আওয়ামী লীগ লেপন করল এ থেকে কোনদিনই মুক্ত হতে পারবে না।
×