ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাঁস-মুরগি পালনের উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৫:১৬, ২৮ জুন ২০১৮

 হাঁস-মুরগি পালনের উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ২০ নারী পুরুষকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বী ও খামারের উন্নয়ন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। এই ২০ নারী-পুরুষকে হাঁস, মুরগি, মুরগির ঘর, বাছুরের ঘরসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তপনেশ্বর রায় জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে বিভিন্ন উৎপাদন সহায়ক উপকরণ করা হয়েছে। এ দিন, সাত নারী খামারিকে ১৫টি করে দেশী জাতের মুরগি, মুরগির ঘর ও অন্তত তিন মাসের খাবার ও দু জনকে ১০টি করে হাঁস প্রদান করা হয়। আরও সাত খামারিকে সদ্যজাত বাছুরের ঘর, বাছুরের তিন মাসের খাবারসহ চিকিৎসা উপকরণ দেয়া হয়।
×