ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশিত: ০৪:৪৩, ২৬ জুন ২০১৮

টাঙ্গাইলে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ জুন ॥ টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় কালিহাতিতে পাঁচ জন, ঘাটাইলে একজন ও মির্জাপুরে একজনসহ মোট সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় ২৮জন আহত হয়েছে। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতিতে ট্রাক উল্টে খাদে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কালিহাতি পৌর এলাকার বাসস্ট্যান্ড সাতুটিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। আহত যাত্রীরা জানান, তারা সকলে প্রাণ আরএফএল কোম্পানির রাজ ও রড শ্রমিক। ঈদের ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত একশ’ জন সিলেট ও হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। তারা টাঙ্গাইলের কালিহাতি থানার কাছে সাতুটিয়া ব্রিজের কাছে এসে পৌঁছলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে অন্তত ৩৫ফিট নিচে পড়ে যায়। এতে মারাত্মক আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ৫ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। নিহতরা হলো- গাইবান্ধা জেলার বরদখালি গ্রামের আবুল হোসেন (৫৫) ও তার ছেলে আব্দুর রাজ্জাক (২৬), সাঘাটা উপজেলার পদমি শহর গ্রামের ইব্রাহিম বেপারীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), ফুলছড়ি উপজেলার পশ্চিম ঘাটগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে সাইদুর রহমান (৩৫) ও মিরপুর গ্রামের আব্দুলের ছেলে আবুল কালাম (৩৫)। আহত ২৫জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সকলেই গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। অপরদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত খলিলুর রহমান (৩৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার মৃত ময়না মিয়ার ছেলে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে পুলিশ জানায়। এদিকে ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতরা মিকচার মেশিন নিয়ে ছোট একটি পিকআপ করে ঘাটাইল থেকে হামিদপুরের দিকে যাচ্ছিল। পরে তারা উপজেলার মোগলপাড়া এলাকায় পৌঁছলে পিকআপের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে পুলিশ জানায়। গোবিন্দগঞ্জে বাস যাত্রী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা বাজার এলাকায় সোমবার ভোরে রংপুরগামী নাদের পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গিয়ে আব্দুল মালেক রনি (৩৫) নিহত ও ৪ যাত্রী আহত হয়েছে। নিহত রনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ছোলেমান মিয়ার ছেলে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাদের পরিবহনের যাত্রীবাহী একটি বাস কালিতলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের কালমেঘ বারঢালী এলাকায় সোমবার যাত্রীবাহী কোচের ধাক্কায় নাজনীন (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। অন্যদিকে বালিয়াডাঙ্গী- নেকমরদ মহাসড়কের সমিরউদ্দীন কলেজ মোড়ে ট্রাকের ধাক্কায় এক পথচারী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালমেঘ আর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাজনীন বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গেলে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহন কোচটি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছানোর আগেই নাজনীন মারা যায়।
×