ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আকাশ থেকে পড়ছে অক্টোপাস

প্রকাশিত: ০৬:০৪, ২৪ জুন ২০১৮

আকাশ থেকে পড়ছে অক্টোপাস

চীনের উপকূলীয় শহর কিনদাও’এর রাস্তায় প্রচ- বৃষ্টির মধ্যেও গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু পরক্ষণেই যা দেখলেন তা নিজের বিশ্বাস হতেও কষ্ট হচ্ছিল। অবাক হয়ে লক্ষ্য করেন, বৃষ্টির সঙ্গে সঙ্গে আকাশ থেকে ঝরে পড়ছে অক্টোপাস, জেলিফিশের মতো সামুদ্রিক সব প্রাণী। মুখের কথায় কেউ বিশ্বাস করবে না জেনে হাতের কাছে থাকা ক্যামেরা বের করলেন তিনি। এরপর দুর্লভ মুহূর্তের কিছু দৃশ্য ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। বলাই বাহুল্য, দ্রুতই তা ভাইরালে পরিণত হয়। বুধবার সকালের ঘটনাটির পেছনে অলৌকিক ব্যাপার রয়েছে বলে অনেকে মত দিলেও দেশটির আবহাওয়া বিভাগ একে প্রকৃতির খেয়াল বলেই দাবি করেছে। তাদের মতে, পীত সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে কিনদাও এলাকার মানুষের এমন আজব অভিজ্ঞতা হয়েছে। সেখানে ঘণ্টায় প্রায় ৭৮ মাইল বেগে বাতাসের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি সাগরের প্রচুর প্রাণীকেও উড়িয়ে নিয়েছে। যা ভেসে কিনদাও উপকূলীয় শহরে এসে ঝরে পড়ে। উপকূলীয় অঞ্চলটির মানুষেরা অবশ্য মঙ্গলবার থেকেই বেকায়দা অবস্থার মধ্যে রয়েছে। ঝড়ের কারণে প্রচুর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে। তবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সামুদ্রিক প্রাণীর এভাবে ঝরে পড়াকে অলক্ষণ বলে স্থানীয়রা মনে করছেন। কেননা, আবহাওয়া দফতর ব্যাখ্যা দিলেও আগে তাদের এমন অভিজ্ঞতা হয়নি। প্রচ- ঝড় আর সামুদ্রিক প্রাণীর বৃষ্টির পাশাপাশি আরও একটি সমস্যা ওই অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বৃষ্টির সঙ্গে ঝরছে বড় আকারের সব বরফ।-মেট্রো
×