ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় আমন বীজ কালোবাজারে বিক্রি ॥ আটক ২

প্রকাশিত: ০৪:৩০, ২৩ জুন ২০১৮

 গলাচিপায় আমন  বীজ কালোবাজারে বিক্রি ॥ আটক ২

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আমন ধানের বীজ কৃষকদের পরিবর্তে অধিক মূল্যে কালোবাজারে বিক্রির সময়ে শুক্রবার প্রশাসনের অভিযানে হাতেনাতে ধরা পড়েছে কথিত এক ডিলার ও এক কর্মচারী। এসময় ১৪৮ বস্তা বীজ ধান জব্দ করা হয়েছে। আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। কোস্টগার্ডের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌসিফ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, গলাচিপা উপজেলা সদরের থানা সংলগ্ন ওয়াপদা সড়কের ওপর কথিত ডিলার মজিবর এন্টারপ্রাইজের মালিক মজিবর রহমান তার দোকানে অবৈধভাবে বিএডিসির উফশী আমন ধানের বীজ মজুদ করে কালোবাজারে বিক্রি করছে। গোপন সূত্রে পাওয়া এমন খবরের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মনিরুজ্জামানসহ কোস্টগার্ড সদস্যদের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকারীরা দোকান থেকে ১২৩ বস্তা ও পাচারকালে একটি নৌকা থেকে ২৫ বস্তা আমন ধানের বীজ জব্দ করেন। এরমধ্যে ১২৭ বস্তায় বিএডিসির সিল রয়েছে। অভিযানস্থল থেকে দোকান মালিক মজিবর রহমান ও কর্মচারী হুমায়ুন কবীরকে আটক করে তাৎক্ষণিক পুলিশে সোপর্দ করা হয়। জব্দ ধানের বস্তাও পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা রেকর্ড করেছে এবং আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি বস্তায় ১০ কেজি আমন ধানের বীজ রয়েছে।
×