ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫ আহত ২০

প্রকাশিত: ০৬:৪১, ২২ জুন ২০১৮

 খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫ আহত ২০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়কে প্রাণ গেল আরও ১১ জনের। এর মধ্যে খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন, ভোলার চরফ্যাশনে শিশুসহ দুজন, কিশোরগঞ্জে নারীসহ দুজন, জামালপুরে পথচারী বৃদ্ধ ও চুয়াডাঙ্গায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়। এতে আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ৪০ জন। বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার দুপুরে খুলনা- সাতক্ষীরা সড়কের বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কয়রা উপজেলার মেগারাইস গ্রামের শহীদ গাজীর ছেলে সারিফুল ইসলাম গাজী (৩৫), দক্ষিণ বেদকাশী গ্রামের হামিদ গাজীর ছেলে রাজ্জাক গাজী (৪০), পাইকগাছার ফতেহপুর গ্রামের কালা জামালের ছেলে নুর ইসলাম (৪০), কয়রার বাগালী গ্রামের ছহিল উদ্দীন গাজীর ছেলে আবু তালেব গাজী ( ৪১) ও উত্তর ক্ষেতনা আমাদী এলাকার আদিল উদ্দীনের ছেলে মোঃ মোস্তফা গাজী (৫০)। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান। চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনের হেলিপ্যাড এলাকায় বৃহস্পতিবার সকালে মালবাহী ট্রাকটলি ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত এবং আটজন আহত হয়েছে। নিহতরা হলেন আলীগাও গ্রামের মাসুদের ছেলে সিয়াম (৭) এবং ওসমানগঞ্জ গ্রামের আঃ রহিমের ছেলে মনসুর আলী সিকাদার (৪৫)। আহতরা হলেন সারমিন (১৬), সাকিল (২০), মাসুদ (৩০), সেলিম (৪৫), সালমা (২৫), নুরজাহান (৩৫), ইরানী (৭) ও বায়োজিদ (২)। কিশোরগঞ্জ ॥ করিমগঞ্জ ও পাকুন্দিয়া পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আরও অন্তত ৩২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে করিমগঞ্জ-চামড়াবন্দর সড়কের দেহুন্দা ফেরিঘাট এলাকায় ঢাকাগামী ক্যান্টনমেন্ট বাস সার্ভিস (প্রা) লিমিটেডের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ভোলা সদরের ইসমাঈল মিয়ার ছেলে বাসের হেলপার হেলাল মিয়া (৩০) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপরদিকে একই সময় পাকুন্দিয়ায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জরিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৭ জন হয়েছে। নিহত জরিনা হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। হতাহতরা সবাই পোশাক কারখানার শ্রমিক। তারা সকলে পিকআপ ভ্যানে করে ঈদের ছুটি শেষে কর্মস্থল গাজীপুরে যাচ্ছিল। জামালপুর ॥ মেলান্দহে ট্রাকচাপায় আকবর আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মেঘারবাড়ি গ্রামের মৃত আবু তালেবের ছেলে। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের শ্যামপুর বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকবর আলী (৭০) জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের শ্যামপুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পরপর ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। চুয়াডাঙ্গা ॥ আলমডাঙ্গায় স্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জোড়গাছা হাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুজ্জামান শুকুর আলি (৬৫) বারাদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের মসজিদপাড়ার মরহুম তাহাজ উদ্দিন বিশ্বাসের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রফিকুজ্জামান শুকুর আলি বাইসাইকেলে চেপে বাড়ি থেকে উপজেলার পুটিমারি গ্রামে যাচ্ছিল। জোড়গাছা গ্রামের হাজিপাড়া এলাকায় পৌঁছলে একটি আলমসাধু তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। গ্রামবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×