ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমার নদে ভেসে উঠল নিখোঁজ বৃদ্ধের লাশ

প্রকাশিত: ০৪:২৬, ২২ জুন ২০১৮

  কুমার নদে ভেসে  উঠল নিখোঁজ  বৃদ্ধের লাশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ জুন ॥ মাছ মারতে গিয়ে নিখোঁজের একদিন পর কুমার নদে ভেসে উঠল মতিউর রহমান সিকদার (৬৩) নামে এক বৃদ্ধের লাশ। মতিউর রহমান সিকদার ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার দুপুর ১২টার দিকে তিনি বড়শিদিয়ে কুমার নদে মাছ মারতে গিয়ে নিখোঁজ হন। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অম্বিকাপুর ইউনিয়নের আকমালের মার খেয়া এলাকার কুমার নদে মতিউরের লাশটি ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। পরে তারা মৃতের পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। জানা যায়, বুধবার দুপুরে বর্শি দিয়ে মাছ মারতে বের হন মতিউর। তিনি কুমার নদের দয়রামপুর এলাকার সোনার মার ঘোনা নামক এলাকায় মাছ মারতে বসেন। সন্ধ্যা হয়ে গেলেও মতিউর বাড়ি না ফেরায় পরিবারের লোকের চিন্তা হলে তাকে খুঁজতে বের হয়। তিনি যেখানে মাছ ধরছিলেন পরিবারের লোক সেখানে গিয়ে দেখেন তার মোবাইল, মাছ মারা বর্শি ও স্যান্ডেল নদের পারে পড়ে আছে। পরে তারা এদিক ওদিন খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দমকল বাহিনীকে খবর দিলে রাত ১১টার দিকে দমকল বাহিনীর ডুবরিরা নদে তল্লাশি করে মতিউরের সন্ধান করতে পারেনি। ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান বলেন, বুধবার রাতেই আমার ডুবুরি নামিয়ে তল্লাশি করি। প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও আমরা নিখোঁজের সন্ধান পায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে লাশটি ভেসে উঠে।
×