ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বিশ্ব সঙ্গীত দিবস কাল

প্রকাশিত: ০৪:৫৩, ২০ জুন ২০১৮

বিশ্ব সঙ্গীত দিবস কাল

স্টাফ রিপোর্টার ॥ এখনও কাটেনি ঈদের আমেজ। ঈদ উদ্যাপনে বাড়ি যাওয়া অধিকাংশ মানুষ ফেরেনি ঢাকায়। একইভাবে রাজধানীর সংস্কৃতি অঙ্গনেও বিরাজ করছে ছুটির আবহ। নেই কোন আয়োজন-অনুষ্ঠান। তবে আজ বাদে কাল থেকে আবার সচল হচ্ছে সংস্কৃতি ভুবন। রমজান মাস থেকে চলমান সংস্কৃতির স্থবিরতা কাটিয়ে সেই সচল ভাবটি আসবে সুরের সূত্র ধরে। কাল বৃহস্পতিবার বিশ্ব সঙ্গীত দিবস। সারা বিশ্বের মতই বাংলাদেশেও মানবতার জয়গানে উদ্যাপিত হবে দিবসটি। সুরে সুরে মুখর হবে শহরের সংস্কৃতি ভুবন। গান-বাজনার সঙ্গে থাকবে শোভাযাত্রা, আলোচনা, গুণিজন সম্মাননাসহ নানা আনুষ্ঠানিকতা। সঙ্গীত দিবসে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, শিল্পকলা একাডেমি ও আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকা। ‘বিশ্ব ভরে উঠুক মানবতার জয়গানে’ স্লোগানে বিশ্ব সঙ্গীত দিবস উদ্্যাপন করবে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে দুই দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় শিল্পী সমাবেশের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বিকেল চারটায় বের হবে শোভাযাত্রা। এই আনন্দযাত্রায় থাকবে বাংলাদেশসহ বিশ্বের কৃতিমান ৩০ সঙ্গীতজনের প্রতিকৃতি সম্বলিত ফেস্টুন। অংশ নেবেন শিল্পী, কবি, সুরকারসহ সংস্কৃতি ভুবনের কর্মীরা। বিকেল পাঁচটায় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে উৎসব উদ্বোধন করবেন নোয়াখালীর আঞ্চলিক গানের প্রবীণ শিল্পী মোঃ হাসেম। পরিষদের সভাপতি তপন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান। আলোচনায় অংশ নেবেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুরকার শেখ সাদী খান, প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর। স্বাগত বক্তব্য দেবেন বিশ্বজিৎ রায়। উদ্বোধনী দিনে সম্মেলক সঙ্গীত পরিবেশন করবে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার শিল্পীবৃন্দ। একক কণ্ঠে গান শোনান শাহীন সামাদ। অতিথি দল হিসেবে পরিবেশনায় অংশ নেবে ব্যান্ডদল বিএমএফ ও তরুণ মুন্সী। শুক্রবার দ্বিতীয় দিন বেলা ৩টায় বাউল গানের পরিবেশনায় শুরু হবে অনুষ্ঠান। দুই দিনের সঙ্গীতাসরে দলীয় সঙ্গীত পরিবেশন করবে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, সুরের ধারা, নজরুল সঙ্গীত পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, ঋষিজ শিল্পীগোষ্ঠী, সৃজনশীল গানের দল ‘নিবেদন’, সঙ্গীত ভবন, রবিরাগ, রবিরশ্মি, বৈতালিক, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, সুরতীর্থ, বিশ্ববীণা, মহীরুহ, অভ্যুদয়, গানের খেয়া, নির্ঝরিণী, স্বপ্নকুঁড়ি, বাঁশুরিয়া, গীত শতদল, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কথা ললিতকলা কেন্দ্র, বহ্নিশিখা, স্বভূমি লেখক-শিল্পী কেন্দ্র, মরমী শিল্পীগোষ্ঠী ও সারগাম ললিতকলা কেন্দ্রের শিল্পী। একক কণ্ঠে শ্রোতার মন রাঙ্গাবেন খুরশীদ আলম, আকরামুল ইসলাম, সুবীর নন্দী, রফিকুল আলম, আবিদা সুলতানা, সুজিত মোস্তফা, সালাউদ্দিন আহমেদ, ফাহিম হোসেন চৌধুরী, চন্দনা মজুমদার, বাপ্পা মজুমদার, অনিমা মুক্তি গোমেজ, শাহনাজ বেলী, বাউল দেলোয়ার-সোনিয়া, আবুবকর সিদ্দিক প্রমুখ। শিল্পকলার আয়োজন : বিশ্ব সঙ্গীত দিবস উদ্যাপনে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। এ দিন সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার সামনে বেলুন উড়িয়ে সঙ্গীত দিবসের উদ্বোধন হবে। নাট্যশালার লবিতে পরিবেশিত হবে শিল্পী তিমির নন্দীর পিয়ানো বাদন। বসবে শিল্পীদের মিলনমেলা। নাট্যশালা মিলনায়তনে আলোচনা পর্বে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচনা পর্বে একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন শিল্পী মোস্তফা জামান আব্বাসী, মমতাজ বেগম, এন্ড্রু কিশোর, গাজী আব্দুল হাকিম, আইয়ুব বাচ্চু ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে শিল্পী চন্দন দত্তের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ যন্ত্রশিল্পী ফোরাম, একক বেহালা বাদনে অংশ নেবেন শিল্পী রূপসী, সমবেত সঙ্গীত পরিবেশন করবে শিল্পকলা একাডেমি শিশু দল, শিশু একাডেমি ও সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়। ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে জলের গান ও গান পাগল। আলিয়ঁসের আয়োজন : সঙ্গীত দিবসে ‘ফেঁত-দো-লা মিউজিক’ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাক।
×