ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএমবির ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৯, ১৯ জুন ২০১৮

জেএমবির ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো আলম মোঃ আনোয়ার আজিজ ওরফে অনু (৩৯) ও মোঃ আফছার আজিজ ওরফে অভি (৩৪)। গ্রেফতারকৃতরা দুই সহোদর। গ্রেফতারকৃত আনোয়ার আজিজ ওরফে অনুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে। ঈগের আগের দিন শুক্রবার বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোঃ আলেপ উদ্দিনের পাঠানো এক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আলম মোঃ আনোয়ার আজিজ ওরফে অনু বিভিন্ন সময় বিভিন্ন আইটি ফার্ম, গার্মেন্টসের চাকরিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। সর্বশেষ একটি মিষ্টির দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। মোঃ আফছার আজিজ ওরফে অভি ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার চালাত। র‌্যাব জানায়, আনোয়ার আজিজ ওরফে অনু র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতাকৃত মোঃ মাসুদ আলমের মাধ্যমে ২০১২ সালে উগ্রবাদীতার প্রতি উদ্বুদ্ধ হয়। এ সময় সে হানাফি থেকে সালাফি মতাদর্শে দীক্ষিত হয়। এরপর জসিমউদ্দিন রাহমানীসহ বিভিন্ন উগ্রবাদী আলেমদের সংস্পর্শে আসে। ২০১৩ সালে গ্রেফতারকৃত জেএমবি সদস্য মাসুদ তাকে অপর গ্রেফতারকৃত জেএমবি সদস্য আবু ইউশা ওরফে ইমনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আবু ইউশার মাধ্যমে সে জেএমবিতে আনুষ্ঠানিকভাবে বায়াতের মাধ্যমে যোগদান করে। এরপর থেকে সে জেএমবির দাওয়াতী কাজের সঙ্গে জড়িত হয়।
×