ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ১৭ বছরপূর্তি কাল

প্রকাশিত: ০৪:০৩, ১৫ জুন ২০১৮

 না’গঞ্জে আওয়ামী লীগ  অফিসে বোমা হামলার  ১৭ বছরপূর্তি কাল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ১৭ বছর পূর্ণ হবে শনিবার। এ বোমা হামলায় আওয়ামী লীগের ২০ জন নেতাকর্মী নৃশংসভাবে নিহত হন। এ ঘটনার ১৭ বছরেও বিচার কাজ সম্পন্ন হয়নি। মাত্র ৩৩ মাসে নারায়ণগঞ্জের সাত খুন মামলার বিচার কাজ সম্পন্ন হলেও দীর্ঘ ১৭ বছরে বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার মামলার বিচার না পাওয়ায় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার নানা আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের আত্মীয়-স্বজনরা। সেই দিনের ভয়াবহ ট্র্যাজেডি’র কথা আজও নারায়ণগঞ্জবাসীসহ নিহতদের স্বজনরা ভোলেননি। আহতরা প্রাণে বেঁচে গেলেও অনেকেই পঙ্গুত্ববরণ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করছে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের বিশেষ শাখা (সিআইডি) এ মামলায় দীর্ঘ ১৩ বছর পর ২০১৩ সালের ২ মে স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত উলাহ জুয়েল, মুফতি হান্নানসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। ৬ আসামির মধ্যে কারাগারে রয়েছে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া একমাত্র আসামি শাহাদাত উল্লাহ জুয়েল। ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলার মামলায় মৃত্যুদ- কার্যকর করা হয় মুফতি হান্নানের। জামিনে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু ও ওবায়দুল হক। পলাতক রয়েছে ২ সহোদর আনিসুল মোরছালিন ও মাহাবুবুল মুত্তাকিম। জানা গেছে, ২০০১ইং সালের ১৬ জুন রাতে শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের পূর্ব নির্ধারিত সভায় বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে আওয়ামী লীগ অফিস ধ্বংসস্তুপে পরিণত হয়। বিস্ফোরণে নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পি ও নজরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী নিহত হয়। আহত হন সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
×