ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে কোন অপরাধে পুলিশ জড়িত থাকলে সাসপেন্ড ॥ সিএমপি কমিশনার

প্রকাশিত: ০৪:৩০, ১৪ জুন ২০১৮

যে কোন অপরাধে পুলিশ জড়িত  থাকলে  সাসপেন্ড ॥   সিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মাদকসহ যে কোন অপরাধের সঙ্গে পুলিশের জড়িত থাকার প্রমাণ মিললে প্রথম দফায় তাকে সাময়িক বরখাস্ত করা হবে। এরপর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও ইয়াবা পুশিংয়ের মাধ্যমে যদি কোন পুলিশ সদস্য কোন ব্যক্তিকে হয়রানি করে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন সদ্য যোগদানকরা সিএমপি কমিশনার মাহবুবর রহমান। বুধবার দুপুরে নগরীর দামপাড়ার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিএমপি কমিশনার এসব কথা বলেন। এছাড়াও, আসন্ন ঈদ-উল-ফিতর বা রমজানের ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি যাওয়া ও নগরী ফাঁকা হয়ে যাওয়ার কারণে নিরাপত্তা যেন বিঘিœত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিলেন তিনি। এক্ষেত্রে সিএমপির প্রায় চার হাজার পুলিশ সদস্য মোবাইল টিমে টহল, থানার পক্ষ থেকে এলাকাভিত্তিক টহল ছাড়াও সাদা পোশাকে কর্মরত থাকার বিষয় নিশ্চিত করেছেন তিনি। নগরীকে বাসযোগ্য করে তুলতে সকল প্রকার নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে দেয়ার ঘোষণা দিয়ে মাদক ও জঙ্গীদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান সিএমপি কমিশনার। ঈদ যাত্রা শুভ ও নিরাপদ করতে সিএমপির তরফ থেকে তিনটি উপ-নিয়ন্ত্রণ কক্ষ যাত্রীদের জন্য খোলা হয়েছে।
×