ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডের জয়ে অস্ট্রেলিয়ার খুশি!

প্রকাশিত: ০৭:১৩, ১৩ জুন ২০১৮

স্কটল্যান্ডের জয়ে অস্ট্রেলিয়ার খুশি!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডকে একমাত্র ওয়ানডেতে হারিয়ে ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছে স্কটল্যান্ড। ৩৭১ রানের বড় পুঁজি গড়ে ৬ রানের জয় পায় স্বাগতিকরা। তাদের ইতিহাসে প্রথমবারের মতো। এই জয়কে স্কটল্যান্ডের ক্রিকেটের বড় অর্জন মনে করা হচ্ছে। তবে শুধু স্কটিশরাই নয়, এই জয়ে নাকি লাভবান হয়েছে অস্ট্রেলিয়াও। কিভাবে? ‘ম্যাচটা দারুণ ছিল। ইংল্যান্ড হারায় আমাদের জন্য ভাল হয়েছে। ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে স্কটল্যান্ডের জন্য এটা বড় পাওয়া। তারাও নিশ্চয়ই রোমাঞ্চিত।’ বলেন এ্যাস্টান এ্যাগার। অস্ট্রেলিয়ান স্পিনার মনে করছেন, ক্রিকেটে ছন্দ ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের কাছে হারে ইংল্যান্ডের মোমেন্টাম নষ্ট হয়েছে বলেই খুশি এই স্পিনার, ‘ছন্দটাই সব। আমরা কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি, জিতেছি। আমাদের জন্য এটা ভাল। ইংল্যান্ড জিততে পারেনি, এটাও আমাদের জন্য ভাল। কারণ আপনি সবসময়ই শুরুটা জয় দিয়ে করতে চাইবেন।’ আজ থেকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার। অসি দলে নেই প্রথম সারির ছয়জন খেলোয়াড়-স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর জস হ্যাজলউড। এই সিরিজে তাই পরিষ্কার ফেবারিট ঘরের মাঠের ইংল্যান্ডই। স্কটল্যান্ডের বিপক্ষে হারে তাই দুশ্চিন্তাটাও এখন পুরোপুরি ইংলিশদের ওপর। সেটি স্বীকারও করেছেন অধিনায়ক ইয়ন মরগান।
×