ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্যাবরা

প্রকাশিত: ০৫:০২, ১১ জুন ২০১৮

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্যাবরা

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বিয়ার ডিফেন্ডার ফ্র্যাঙ্ক ফ্যাবরা এবারই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কলম্বিয়ার এ ফুলব্যাকের দুর্ভাগ্য যে ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন তিনি। রাশিয়ার কাজানে এবার কলম্বিয়া তাদের তাবু ফেলবে। লাতিন আমেরিকা থেকে দলটি রওনা দিয়েছে শনিবারই। তার আগ মুহূর্তে তিনি ছিটকে গেলেন তিনি। ফ্যাবরা ইতালিতে দলের সঙ্গে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন। বোকা জুনিয়র্সের এ ডিফেন্ডার হাঁটুর ভয়ানক ইনজুরিতে পড়েছেন। ফ্যাবরা এ সম্পর্কে তার ইনস্টাগ্রাম একাউন্টে লিখেছেন, ‘আমি লড়েছি, কঠোর পরিশ্রম করেছি নিজেকে ভালভাবে প্রস্তুত করার জন্য। কিন্তু এখন আমার হৃদয় ভেঙ্গে গেছে লক্ষকোটি টুকরায়।’ দলের মেডিক্যাল বিশেষজ্ঞদের মতামত অনুসারে ফ্যাবরা সুস্থ হয়ে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। এ কারণে কোচ জোসে প্যাকারম্যান তার বদলি হিসেবে রিজার্ভ তালিকা থেকে একজনকে নেবেন বলে জানিয়েছেন। সেক্ষেত্রে লেফটব্যাক ফরিদ ডায়াজ সুযোগ করে নিতে পারেন। তিনি প্যারাগুয়েতে অলিম্পিয়ার হয়ে খেলেন। ‘এইচ’ গ্রুপে কলম্বিয়ার বিশ্বকাপ মিশন শুরু হবে জাপানের বিপক্ষে আগামী ১৯ জুন ম্যাচ দিয়ে। এরপর পোল্যান্ড ও সেনেগালের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।
×