ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:০৬, ১০ জুন ২০১৮

কেরানীগঞ্জে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৯ জুন ॥ স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে ইফতারের দাওয়াতে গিয়েছিলেন খোরশেদ আলম (২৮)। ইফতার শেষে বাসা থেকে মোবাইলে তাকে ডেকে নেয়ার পর কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে কেরানীগঞ্জের খোলামোড়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে মিটফোর্ড হাসপাতালে গিয়ে পুলিশ লাশের সুরৎহাল করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত খোরশেদ আলমের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। কাপাসিয়ায় কিশোর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কাপাসিয়ায় ক্রিকেট খেলায় রান সংগ্রহ করতে না পারার দ্বন্দ্বে এক খেলোয়াড়ের ছুরিকাঘাতে অপর এক কিশোর নিহত হয়েছে। এ সময় স্থানীয়রা ওই খেলোয়াড়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের নাম মামুন (১৭)। সে কাপাসিয়া উপজেলার আড়াল গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কাপাসিয়ায় আড়াল গ্রামের উঠতি বয়সের কিশোর-তরুণদের দুটি পক্ষ শুক্রবার সন্ধ্যায় বাজিতে স্থানীয় ইটখোলা মাঠে ক্রিকেট খেলে একটি পক্ষ হেরে যায়। খেলায় রান সংগ্রহ করতে না পারায় মামুনের সঙ্গে খেলোয়াড় শাওনের বাগ্বিত-া হয়। এর জের ধরে সন্ধ্যায় শাওন তার কয়েক সহযোগীকে নিয়ে মামুনের ওপর হামলা চালায়। খুলনায় শিশু স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনায় স¤্রাট (১০) নামে এক প্রতিবন্ধী শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে নগরীর দৌলতপুরের পাবলা এলাকায় এ ঘটনা ঘটে। সে পাবলার দফাদার পাড়ার জাহিদ হোসেনের ছেলে। বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করলেও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি। নিহতের পরিবারিক সূত্র জানায়, শনিবার সকালে সম্রাটের বাবা জাহিদ ঘরের দরজা খুলে তার মেয়েকে নিয়ে বাইরে যান। এর কিছু সময় পর তার মাও পাশের বাড়িতে যায়। এ সময় ঘরে একাই ঘুমিয়ে ছিল স¤্রাট। সকাল ৯টার দিকে তারা ঘরে ফিরে এসে স¤্রাটকে ডাকাডাকি করলে সে আর ঘুম থেকে ওঠেনি। সাভারে গৃহবধূসহ দুই নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, এক গৃহবধূ ও আশুলিয়ায় অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আকলিমা বেগম (২৫) নামের ওই গৃহবধূর মৃতদেহ শনিবার সকালে ‘সিএন্ডবি-আশুলিয়া’ সড়কের সাভার মডেল থানাধীন সরকারী ছাগল উন্নয়ন খামারের সামনে থেকে ও অজ্ঞাত পুরুষের মৃতদেহ নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়া থানাধীন বাইপাইল ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়। অপরদিকে, এদিন সকালে স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ বাইপাইল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সে ওই ব্রিজের নিচেই থাকত। ভাঙ্গায় বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের ডানপাশ থেকে এর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছে, এই বৃদ্ধা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভাঙ্গা বাজার এলাকায় ঘোরাফেরা করত।
×