ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: ০৭:৩১, ৮ জুন ২০১৮

কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে বাবার সঙ্গে অভিমান করে নাসরুল্লাহ মোহাম্মদ সানি (১৯) এক কিশোর আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম কামাল মহসিন। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। কামরাঙ্গীরচরে মাতবর বাজার এলাকার ঠা-ুমিয়ার টিনশেড বাসায় ভাড়া থাকেন তারা। মৃত সানির মা সেলিনা বেগম জানান, সানি তার মোবাইলটা বন্ধুকে দিয়েছিল। এজন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সানিকে তার বাবা একটু রাগারাগি করে বলেছিল, মোবাইলটার কারণে কোন সমস্যা হলে এ দায় কে নিবে। পরে তার বাবা রাগারাগি করে কাজে চলে যায়। আমিও একটা সমিতির ঋণের কিস্তি দিতে বের হয়েছিলাম। তিনি জানান, আধাঘণ্টা পর বাসা ফিরে এসে দেখি বেডরুমে ছেলে সানি ফ্যানের সঙ্গে গলায় ওঁড়না পেঁচিয়ে ঝুলে আছে। অভিজাত চার রেস্তোরাঁকে জরিমানা স্টাফ রিপোর্টার ॥ পচা-বাসি, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিএসটিআইএ’র নকল লোগো ব্যবহারের অভিযোগে রাজধানীর ধানম-িতে অভিজাত চার রেস্তরাঁকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ধানম-ির শঙ্কর এলাকার চারটি রেস্তরাঁয় এ অভিযান চালানো হয়। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, ‘গ্লোরিয়া জিনস কফিতে’ সয়াসস, ভিনেগার, ব্রাউন সুগারসহ কয়েকটি পণ্যে বিএসটিআইয়ের নকল লোগো লাগানো পাওয়া গেছে। কিছু পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংবলিত কোন লোগো পাওয়া যায়নি। কিছু পণ্যে ছত্রাক পাওয়া গেছে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
×