ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঋণনির্ভর সুদ পরিশোধের বড় বাজেট ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ০৭:৩০, ৮ জুন ২০১৮

ঋণনির্ভর সুদ পরিশোধের বড় বাজেট ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকালে জনগণকে ধোকা দেয়ার জন্য বিশাল বাজেট দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গত বছরের বাজেটেরই যদি রাজস্ব আদায় না হয়ে থাকে, এ বছর আরও বড় বাজেট দিয়ে কেন আবার জনগণকে প্রতারিত করা হচ্ছে? তিনি বলেন, এই সরকার ঋণনির্ভর সরকার। ঋণ নিতে নিতে এমন অবস্থা যে আমাদের উন্নয়ন বাজেটের বিরাট অংশ ঋণের সুদ দিতে হয়। তাতে আমাদের উন্নয়নের কিছু থাকে না। অন্যদিকে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা টাকা লুট করে দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়েছে। ড. মোশাররফ বলেন, দেশ যখন একটা কঠিন সময় পার করছে, এই সময়ে বাজেট সেশন শুরু হয়েছে।
×