ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যা সমাধানে চাক্তাই খালে স্লুইস গেট নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ০৭:২৯, ৮ জুন ২০১৮

চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যা সমাধানে চাক্তাই খালে স্লুইস গেট নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের আওতায় শুরু হয়েছে চাক্তাই খালে স্লুইসগেট নির্মাণের কাজ। চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা মনে করছেন, স্লুইসগেট নির্মিত হলে এর সুফল মিলবে। বন্দর নগরীর চাক্তাই এবং খাতুনগঞ্জ দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার। প্রতিবছর গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ডুবছে বৃষ্টি ও জোয়ারের পানিতে। ব্যবসায়ী এবং নাগরিক সমাজের দীর্ঘদিনের দাবি বাস্তবান করতে চলেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম চাক্তাই খালে স্লুইসগেট নির্মাণ কাজ উদ্বোধন করে বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে চাক্তাই ও খাতুনগঞ্জ আর ডুববে না। রমনা পার্কে গাছের ডাল ভেঙ্গে এক ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ রমনা পার্কে নানা-নাতি একসঙ্গে হাঁটার সময় গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে নানা নিহত হয়েছেন। এতে আহত হয় নাতি। বৃহস্পতিবার বিকেলে রমনা পার্কে মর্মান্তিক এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন রমনা পার্কে বহু মানুষ হাঁটেন। অন্যান্য দিনের মতো নানা-নাতিও আসেন হাঁটতে। পার্কের মাঝ বরাবর একটি বড় গাছের নিচে থাকা রাস্তা দিয়ে তারা হাঁটছিলেন। আচমকা মড়মড় করে একটি মরা ডাল ভেঙ্গে তাদের ওপরে পড়ে। এতে মারাত্মক আহত হন নানা-নাতি। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে দিয়ে নাতিকে রেখে পরপারে চলে যান নানা ফারুক (৪৫)। চিকিৎসকরা বলেন, গাছের বড় ডাল মাথায় পড়ায় মারাত্মক আঘাত পান নানা।
×