ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অনুশীলনে রোনাল্ডো, সতীর্থদের প্রশংসায় মেসি

প্রকাশিত: ০৭:১৩, ৬ জুন ২০১৮

অনুশীলনে রোনাল্ডো, সতীর্থদের প্রশংসায় মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময়ের দুই সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। দু’জনই নিজ নিজ জাতীয় দলের অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। পর্তুগালের অনুশীলন ক্যাম্প বেশ কিছুদিন শুরু হলেও এতদিন বিশ্রামে ছিলেন রোনাল্ডো। অবশেষে বিশ্রাম শেষে দলের অনুশীলনে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার লিসবনের এস্টাডিও দ্য লুজেতে আলজিলিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে রোনাল্ডোর উপস্থিতি নিশ্চিতভাবেই দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। অনুশীলন ক্যাম্পকে সামনে রেখে ৭ নম্বর জার্সি পরিহিত অবস্থায় নিজের টুইটার এ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন, ‘পুরো বিশ্ব দেখছে। চলো, কাজ শুরু করা যাক।’ তিউনিসিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পরে শনিবার বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে পর্তুগীজরা। কিন্তু এই দুই ম্যাচের কোনটিতেই ছিলেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো। পর্তুগালের মিডফিল্ডার জোয়াও মোটিনহো বলেছেন, বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে পেয়ে অবশ্যই দলীয় শক্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের কাছে প্রত্যাশাটা কিন্তু একই থাকবে। আমাদের দল এখন পরিপূর্ণ হয়েছে। রোনাল্ডো দলের মান বৃদ্ধি করেছে। যেহেতু দলে বিশ্বের সেরা খেলোয়াড় যোগ হয়েছে সে কারণে সেই মানটাও আমাদের বজায় রাখতে হবে। টানা তৃতীয়বারের মতো রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা উপহার দেবার পর রোনাল্ডোকে কিছুদিনের জন্য বিশ্রাম দেয়া হয়েছিল। কিয়েভে গত ২৬ মে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে লিভারপুলকে হারিয়ে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থ শিরোপা জয় করে। যদিও শিরোপা জয়ে মাদ্রিদে নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেন ৩৩ বছর বয়সী পর্তুগীজ তারকা। পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো গত মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে সবধরনের প্রতিযোগিতায় ৪৪টি ম্যাচে ৪৪ গোল করেছেন। অন্যদিকে গতবার ফাইনালে হারা মেসি এবার ময়দানী লড়াই শুরুর আগেই সতর্ক থাকছেন। বিভিন্ন সাক্ষাতকারে আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, এবার তার দলের চেয়ে আরও অনেক শক্তিশালী দল আছে। তাই শিরোপা জিততে না পারলেও অবাক হবেন না। তবে শেষবিন্দু দিয়ে হলেও চেষ্টা করবেন বলে জানিয়েছেন বার্সিলোনা তারকা। এই মুহূর্তে স্পেনের বার্সিলোনায় অনুশীলন ক্যাম্প করছে আর্জেন্টিনা। সেখানে এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি নিজেকে সেরা বিবেচনা করি না। শুধু একজন খেলোয়াড় ভাবি। মাঠে খেলা শুরু হলে আমরা সবাই সমান। বার্সিলোনার হয়ে নয়টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লীগ জয়ী মেসির জাতীয় দলের হয়ে অর্জনের জুলি এখনও শূন্য। বিশ্বকাপের আগে ৯ জুন আরেকটি প্রীতি ম্যাচে ইসরাইলের মুখোমুখি হবে গতবারের রানার্সআপরা। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ‘ডি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজিরিয়া। প্রতিপক্ষকে সমীহ করলেও টুর্নামেন্টে ভাল কিছু করার ব্যাপারে আশাবাদী মেসি। বলেন, ভালভাবে প্রস্তুত হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ বাছাইপর্বে আমাদের শেষ পর্যন্ত লড়তে হয়েছে। আমরা নিজেদের প্রস্তুত করার জন্য সময় পাইনি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, জয়ের ধারাবাহিকতায় থাকতে এবং জার্মানি, ব্রাজিল বা স্পেনের পর্যায়ে পৌঁছাতে আমাদের দল হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। তবে আমাদের দারুণ সব খেলোয়াড় আছে। আর্জেন্টাইন দল সবসময় বিশ্বকাপ জয়ের দাবিদার, আমরা কিভাবে সেখানে পোঁছালাম এটা বিষয় না। আশাকরি সামর্থ্যরে সবটুকু দিতে পারলে শেষ হাসি সম্ভব।
×