ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাঠে লিটন, প্রচারে নেই বুলবুল

প্রকাশিত: ০৬:৫৬, ৫ জুন ২০১৮

মাঠে লিটন, প্রচারে নেই বুলবুল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দিনক্ষণ ঠিক হলেও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা ১৩ জুন। তবে তার আগেই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ অনেকটাই ‘দখলে’ নিয়েছে আওয়ামী লীগ। এখন পর্যন্ত বিএনপি ও অন্য কোন দলের প্রার্থী কিংবা সমর্থকরা মাঠে না নামলেও জোরালো প্রচারে মাঠ সরগরম করে ফেলেছে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে দলের নেতাকর্মীরা। এবার জয়ের টার্গেট নিয়ে আগাম মাঠে নেমেছেন আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের কর্মীরা। যদিও এখনও রহস্যজনক কারণে বিএনপি প্রার্থী ও বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল চুপ রয়েছেন। শুরুতেই ‘নির্বাচনের পরিবেশ নেই’ মন্তব্য করে নির্বাচনে অংশ নিবেন কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তাই ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও মাঠে নেই তিনি ও তার দল বিএনপির কোনো নেতাকর্মী। মাঠে তার পক্ষে ব্যানার ফেস্টুনও দেখা যায় নি। রাজশাহী সিটি কর্পোরেশনে স্থানীয়ভাবে জাতীয় পার্টি ও জামায়াত প্রার্থিতা ঘোষণা করলেও মাঠে দেখা মেলেনি তাদের কাউকে। তবে সবদিক থেকে ভোটের মাঠে এককভাবে প্রচারে সরগরম নৌকা প্রতীকের। প্রতিদিন সকাল থেকে শুরু করে ইফতার পর্যন্ত চলছে আওয়ামী লীগের প্রচার। গণসংযোগ, লিফলেট বিতরণ ও মানুষের বাসাবাড়ি পর্যন্ত ছুটছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে নগরী ভরেছে এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যানার ফেস্টুনে। অন্য কোন প্রার্থীর ব্যানার ফেস্টুন কিংবা ভোট প্রার্থনার কোন চিত্র না মিললেও সবখানে কেবল শোভা পাচ্ছে লিটনের মুখ। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ভোটে কে এলো, কে এলো নাÑ তা দেখা তাদের বিষয় না। তাদের প্রার্থী খায়রুজ্জামান লিটন তাদের প্রার্থী, তার পক্ষে তারা মাঠে নেমেছেন। এবার নির্বাচন তাদের (আওয়ামী লীগের) জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। ডাবলু সরকার বলেন, শুরুতেই বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জনগণের সহানুভূতি পেতে নাটক শুরু করেছেন। পরিবেশ নেই, পোস্টার সাঁটাতে পারছেন না- বুলবুলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডাবলু সরকার বলেন, রাজশাহী নগরের হাজার হাজার পোস্টার ব্যানার টানানোর জায়গা রয়েছে। সেখানে তিনি পোস্টার ব্যানার টানাতে পারেন। কিন্তু শুধু নাটক সৃষ্টি করে ভোটার পক্ষে নেয়ার জন্য মেয়র মিথ্যা অভিযোগ করছেন। ডাবলু সরকার বলেন, গত পাঁচ বছরে নগর ভবনে নানা অনিয়ম করেছেন বুলবুল। মিজানুর রহমান মিনুর আমলের বিতর্কিত ঠিকাদার দিয়ে উন্নয়ন কাজ করাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকর্মী সেগুলো নিয়ে কোন সমালোচনা করিনি। কিন্তু মেয়র বুলবুল সামান্য পোস্টার ব্যানার নিয়ে নাটক করছেন বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। এ সময় তিনি খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে মেয়র করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, রাজশাহীর উন্নয়নে এবার রাসিক নির্বাচনে যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে জয়ী করতে হবে। খায়রুজ্জামান মেয়র থাকাকালীন রাজশাহীতে যে পরিমাণ উন্নয়নের কাজ হয়েছে তা এর আগে হয় নেই। গত পাঁচ বছরে রাজশাহী পিছিয়ে পড়েছে। রাজশাহীর উন্নয়ন চাইলে লিটনের বিকল্প নেই। কারণ লিটন মেয়র হলে রাজশাহীর জন্য অনেক কিছু পাওয়া যাবে বলে উল্লেখ করেন ডাবলু সরকার। এদিকে রাজশাহী অঞ্চলের মানুষের দাবি পূরণে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন ছাত্রলীগ নেতারা। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণাসহ ছাত্রলীগের নেতারা ভোটারদের কাছে এ অনুরোধ জানান। তারাও আগাম ভোটের প্রচারে নেমেছেন। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে সারা ফেলেছে ছাত্রলীগ নেতারা। নৌকার পক্ষে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন তারা। অর্ণা জামান বলেন, তার পিতা খায়রুজ্জামান লিটন রাজশাহীবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে ভাবেন। এ অঞ্চলের উন্নয়নে তার মহাপরিকল্পনা রয়েছে। তিনি মেয়র থাকাকালে সমৃদ্ধশালী একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শহর গড়ে তোলার কাজ করেছেন। তাই রাজশাহীকে বদলে দিয়ে এগিয়ে নিয়ে যেতে আরেকবার নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান অর্ণা জামান।
×