ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিত: ০৬:০৫, ৩ জুন ২০১৮

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২ জুন ॥ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১টায় তিনি পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ছোট বোন শেখ রেহানা ও চাচাত ভাই শেখ সালাউদ্দিন জুয়েলকে সঙ্গে নিয়ে সুরা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় উম্মে রাজিয়া কাজল, এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ পদস্থ সামরিক ও বেসামররিক কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৩শ’ দুস্থ এতিম কন্যাশিশুর মাঝে ঈদশুভেচ্ছা উপহার প্রদান করেন। এদের মধ্যে ১৫ জন শিশুর হাতে প্রধানমন্ত্রী সরাসরি উপহার সামগ্রী তুলে দেন। ঈদের আগে প্রধানমন্ত্রীর হাত থেকে উপহার সামগ্রী পেয়ে এতিম শিশুরাও হয়েছে দারুণ আনন্দিত ও উদ্বেলিত। শিশুরা প্রধানমন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেছে, এ দিনটি তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছেন। সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি একই পথে ঢাকার উদ্দেশে রওনা হন।
×