ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচন

জোট ভেঙ্গে প্রার্থী দিচ্ছে জামায়াত ॥ বিএনপিতে জটিলতা

প্রকাশিত: ০৫:০৩, ২ জুন ২০১৮

জোট ভেঙ্গে প্রার্থী দিচ্ছে জামায়াত ॥ বিএনপিতে  জটিলতা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনের তফসিল ঘোষণার পর তৎপর হয়ে উঠেছেন। ফলে রমজানের মধ্যেও ৩০টি ওয়ার্ড জুড়ে বইছে নির্বাচনী আমেজ। অফিস-আদালত থেকে শুরু করে ইফতারির পর প্রতিটি পাড়া ও মহল্লার চায়ের দোকানগুলোতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের চলছে চুলচেরা বিশ্লেষণ। সূত্রমতে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের হারানো নগর পিতার চেয়ার ফিরে পেতে অনেক আগ থেকেই এককপ্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ঘোষণা করে পুরো নির্বাচনী মাঠ গুছিয়ে নিয়েছেন। বর্তমান মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল এবারও দলের কাছে মনোনয়ন চাইলেও তাকে নিয়ে দলের মধ্যে রয়েছে নানা বিতর্ক। ফলে বিএনপি থেকে এবার কয়েকজনের নাম উঠে এসেছে। অপরদিকে জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ঘোষণা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পাশাপাশি এবারই সর্বপ্রথম জামায়াত এককভাবে ২০ দলীয় জোট ভেঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে দলীয়ভাবে প্রার্থিতা গ্রহণ করা না হলেও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন জামায়াতের নীতিনির্ধারকরা। যে কারণে বরিশাল সিটি কর্পোরেশনের বিগত নির্বাচনগুলোতে জামায়াত জোটের স্বার্থে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে গেলেও এবার তেমনটি থাকছে না। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এবার জামায়াত এককভাবে প্রার্থী দেয়ার ঘোষণায় পাল্টে যাচ্ছে বিএনপির প্রার্থী ও তাদের ভোটের নানা সমীকরণ। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল।
×