ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তামিমের প্রস্তুতি ভাল হলো না

প্রকাশিত: ০৪:৫১, ২ জুন ২০১৮

তামিমের প্রস্তুতি ভাল হলো না

স্পোর্টস রিপোর্টার ॥ দুই মাস কোন ধরনের ম্যাচ খেলেননি। ইনজুরির মধ্যেও ছিলেন। তবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরুর আগে দারুণ সুযোগ ছিল নিজেকে ঝালিয়ে নেয়ার। কিন্তু বৃহস্পতিবার রাতে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলতে নেমে তেমন সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। ৮ বল মোকাবেলা করে মাত্র ২ রান করতে পেরেছেন। রবিবার টি২০ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এ ম্যাচে নামার আগে নিজেকে ভালভাবে প্রস্তুত করতে পারলেন না তামিম। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনালের পর পাকিস্তান সুপার লীগে (পিএসএল) একটিমাত্র ম্যাচ খেলেই ছিটকে যান তামিম হাঁটুর ইনজুরির কারণে। তারপর থেকেই মাঠের বাইরে বাংলাদেশের এ অপরিহার্য ওপেনার। এর মধ্যে কোন ধরনের ম্যাচও খেলেননি। গত ২০ মার্চ পিএসএলের একটি ম্যাচে নেমে ২৭ রান করেন। তখন থেকে নিজের ইনজুরি পুনর্বাসনের পেছনে লেগে ছিলেন তিনি। তবে এখন ম্যাচ খেলার জন্য পরিপূর্ণভাবেই ফিট আছেন বাংলাদেশের পক্ষে তিন ফরমেটেই সর্বাধিক রানের মালিক। তবে তারজন্য প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে নিজেকে ফিরে পাওয়ার দারুণ সুযোগ ছিল। ঐতিহাসিক লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের প্রীতি ম্যাচটিকে আইসিসি স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মানের। আর এই ম্যাচে নেমে নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগটা পেয়েছিলেন দীর্ঘদিন পর মাঠে নেমে। বিশ্ব একাদশের সহঅধিনায়ক হিসেবেই মাঠে নামেন তামিম। কিন্তু বিশ্ব একাদশ পরে ব্যাটিংয়ে নামলে তিনি ইনিংস উদ্বোধন করতে নেমে সুবিধা করতে পারেননি। মাত্র ২ রান করার জন্য তাকে খরচ করতে হয়েছে ৮ বল। এবার দেরাদুনে দলের সঙ্গে যোগ দেবেন তামিম আজ। আর এদিনই বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আফগান একাদশের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেখানে তামিম খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। রবিবার সিরিজের প্রথম টি২০। আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই টি২০ খেলবে বালাদেশ দল ৫ ও ৭ জুন। এই সিরিজে নামার আগে তামিম দেরাদুনের পরিবেশে অনুশীলন করারও তেমন সুযোগ পেলেন না। তাই প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলে তারজন্য বেশ সুবিধাজনকই হতো। দীর্ঘ ইনজুরি শেষে ফিরে ম্যাচ প্র্যাকটিসটাই হয়তো আবার ছন্দে ফেরাতো তামিমকে। সর্বশেষ আন্তর্জাতিক টি২০ নিদাহাস ট্রফিতেই খেলেছে বাংলাদেশ দল। এরপর কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। সেই ত্রিদেশীয় আসরে তামিম ৫ ম্যাচেই খেলেছেন এবং রান করেছেন যথাক্রমে ১৫, ৪৭, ২৭, ৫০ ও ১৫। অর্থাৎ মোটামুটি রানের মধ্যেই ছিলেন তিনি। এখন ইনজুরি থেকে ফেরার পর কেমন করবেন সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশের এই সিরিজে ভাল করার জন্য তামিমের ওপর নিশ্চিতভাবেই নির্ভরশীলতা অনেক বেশি থাকবে। দেরাদুনের তীব্র গরমে নিজেকে খাপ খাওয়ানোর জন্য তামিম সময় পাবেন মাত্র দু’দিন। এর মধ্যেই অনুশীলন করে নিজেকে প্রস্তুত করতে হবে তার। সবমিলিয়ে ৬৬ টি২০ ম্যাচ খেলেছেন ২৯ বয়সী তামিম। তবে মাত্র একটিই ম্যাচ খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে ২১ রান করতে পেরেছিলেন তামিম। ম্যাচটিতে অবশ্য বাংলাদেশ দল সহজ জয় তুলে নিয়েছিল। ৪ বছর পর আবার আফগানিস্তানের বিপক্ষে নামবেন তামিম।
×