ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ম্যাচ কম খেলায় পিছিয়ে দাবাড়ুরা

প্রকাশিত: ০৪:৪৫, ২ জুন ২০১৮

 আন্তর্জাতিক ম্যাচ কম খেলায় পিছিয়ে দাবাড়ুরা

স্পোর্টস রিপোর্টার ॥ আর্থিক পৃষ্ঠপোষকতা আর প্রশিক্ষণের অভাবে দেশে গ্র্যান্ডমাস্টার উঠে আসছে না বলে মনে করেন দাবা ফেডারেশনের সাধারাণ সম্পাদক সাহাবউদ্দিন শামীম। বিদেশে বেশি ম্যাচ না খেলায় অভিজ্ঞতার দিক দিয়েও দাবাড়ুরা পিছিয়ে পড়ছে বলে জানান তিনি। এ জন্য দাবাড়ুদের খুঁজে উন্নত প্রশিক্ষণের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি। সম্প্রতি বাংলাদেশ নিয়মিত আয়োজন করছে দাবার বিভিন্ন টুর্নামেন্ট। এসব টুর্নামেন্টে অংশ নিচ্ছে সব বয়সের দাবাড়ু। তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ গুটিকয়েক সাফল্য পেলেও কোন গ্র্যান্ডমাস্টার বের হয়ে আসছে না। পাশের দেশ ভারতে যেখানে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে, সেখানে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টারের সংখ্যা মাত্র পাঁচ! সর্বশেষ ২০০৮ সালে এনামুল হোসেন রাজীব গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও আর কোন গ্র্যান্ডমাস্টার উঠে আসেনি। প্রশিক্ষণের অভাব আর বেশি ম্যাচ না খেলার কারণেই এমনটাই হচ্ছে বলে মনে করেন ফেডারেশনের সম্পাদক। তবে আন্তর্জাতিক মাস্টার-ফিদে মাস্টাররা যাতে সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারে সে জন্য দাবা ফেডারেশন ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। দাবাকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারী সহযোগিতার সঙ্গে বেসরকারী সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন ফেডারেশনের এই কর্তাব্যক্তি।
×