ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৯, ১ জুন ২০১৮

বজ্রপাতে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ নওগাঁ, মাগুরা, বরিশাল, কিশোরগঞ্জে ও যশোরে বৃহস্পতিবার বজ্রপাতে তিন নারী, এক ইটভাঁটি শ্রমিক ও এক কৃষক মারা গেছে। এ ছাড়া বজ্রপাতে তিনজন গুরুতর আহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও জেলা প্রতিনিধিদের। জানা গেছে, নওগাঁর নিয়ামতপুরে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে তারামনি (৫০) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছেন। উপজেলার হাজিনগর ইউনিয়নের খোর্দ্দচম্পা গ্রামে দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তারামনি ওই গ্রামের শ্রী মুসিলের স্ত্রী। জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় ওই নারী বাড়ির বাইরে গেলে আকস্মিক বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে তার সমস্ত শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাগুরা ॥ বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে জেলার শালিখার কাতলী গ্রামে বজ্রপাতে রোজিনা খাতুন (২৩) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি দু সন্তনের জননী এবং উক্ত গ্রামের শিমুল তরফদারের স্ত্রী। বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে তিনি নিহত হন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে রোজিনা খাতুন বৃষ্টির মধ্যে বাড়ির পাশে সাংসারিক কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শালিখার কাতলী গ্রামে বজ্রপাতে এক নারী নিহত হয়েছে। কিশোরগঞ্জ ॥ বাজিতপুরে ইটভাঁটিতে কাজ করার সময় বজ্রপাতে আল আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া বাক্কার মিয়া (২৫) ও শাহিন মিয়া (২৬) নামে আরও দুই ইটভাঁটি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সরিষাপুর গ্রামে সাইফুল হক ইকবালের ইটভাঁটিতে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে ইটভাঁটিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এ ছাড়া বাক্কার মিয়া ও শাহিন মিয়া গুরুতর আহত হয়। তাদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আল আমিনের বাড়ি শরিয়তপুর জেলার গুসাইহাট উপজেলার চরবড়ই গ্রামে বলে জানা গেছে। যশোর ॥ কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়ে অপর এক কৃষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বিল গরালিয়ায় মাছের ঘেরের বেড়িবাঁধ তৈরি করার সময় আকস্মিক বজ্রপাতে রাজনগর বাকাবর্শি গ্রামের ইফাদ আলী সরদারের ছেলে কৃষক আব্দুল হান্নানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় তার অপর সঙ্গী একই গ্রামের মৃত আব্দুর বারিকের ছেলে সোহেল রানা আহত হয়। এলাকাবাসী আহত সোহেল রানাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার পলাশ দে জানান, বজ্রপাতে আহত সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক। বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুর একটার দিকে বজ্রপাতে হনুফা বেগম (৩০) নামের এক গৃহবধূ মারা গেছে। সে ওই গ্রামের রিয়াদ হোসেনের স্ত্রী। বকেরগঞ্জ থানার ওসি মোঃ মাকসুদুজ্জামান জানান, হনুফা বেগম দুপুরে তার বাড়ির সামনের রাস্তায় গরু আনতে গিয়েছিল। ওই সময় আকস্মিক বজ্রপাতে হনুফা বেগম গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
×