ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিশু খুন ও যুবকসহ ৫ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৪, ৩১ মে ২০১৮

শিশু খুন ও যুবকসহ ৫ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ দিনাজপুরে খালাত ভাইয়ের হাতে শিশু খুন ও এক লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামে নারী, দাউদকান্দিতে যুবক, মাদারীপুরে গৃহকর্মী ও পটিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। দিনাজপুর দিনাজপুরের বিরামপুরে বেড়ানোর নাম করে এক শিশুকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী নবাবগঞ্জে হত্যা করে ভুট্টাক্ষেতে লাশ ফেলে দিয়েছে ঘাতক খালাত ভাই। খুনীর দিকনির্দেশনা মোতাবেক বুধবার দুপুরে নবাবগঞ্জ থানা পুলিশ মিনহাজুল (১০) এর লাশ উদ্ধার করেছে। জানা গেছে, বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের রশিদুলের পুত্র আজিজুর রহমান (২২) তার খালাত ভাই মিনহাজুলকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় রশিদুল একাই বাড়ি ফিরলে স্বজনরা মিনহাজুলের খোঁজ করেন। এ সময় রশিদুল বলে যে, ‘আমি মিনহাজুলকে ছুরিকাঘাতে হত্যা করে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে দিয়েছি।’ আজিজুলকে সঙ্গে নিয়ে স্বজনরা রাতে লাশের সন্ধানে গেলেও অন্ধকারে ঘাতক সঠিক স্থান নির্ণয় করতে পারেনি। এ অবস্থায় তাকে বিরামপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। এদিকে বুধবার দুপুরে নবাবগঞ্জ থানা পুলিশ চকদলু গ্রামের রাস্তার পাশে ভুট্টাক্ষেত থেকে মিনহাজুলের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মিনহাজুল বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের দেলোয়ার হোসেনে পুত্র। এদিকে চিরিরবন্দর রেললাইনের ধারে এক অজ্ঞাত ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের রেললাইনের ধার থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে রেলওয়ে পুলিশ। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় লোকজন বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। ষাটোর্ধ এই নারীর পরিচয় অজ্ঞাত। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানায়, নতুন ব্রিজ এলাকার বাস্তুহারা কলোনির পাশে অজ্ঞাত পরিচয় এই নারীর মরদেহ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর ওপর থেকে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সহকারী পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, গতকাল মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে টহল পুলিশ। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে কুমিল্লা হাসপাতাল মর্গে প্রেরণ করে। মাদারীপুর মাদারীপুরে গৃহকর্মী শান্তা আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মহদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের পৌর এলাকার উকিলপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী কালকিনির উত্তর রাজদী এলাকার হাসিনা বেগমের মেয়ে। জানা গেছে, প্রায় এক বছর আগে সদর উপজেলার উকিলপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেন তার ভাড়া বাসায় গৃহকর্মী হিসেবে শান্তাকে নিয়ে আসেন। শান্তার বাবার হদিস না থাকায় মায়ের পরিচয়ে সে কামাল হোসেনের বাসায় কাজ করত। কয়েক মাস আগে শান্তার মা একটি বিয়ে করেন। এরপর থেকেই শান্তা আর মায়ের বাড়ি ফিরে না গিয়ে কামাল হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে থেকে যায়। কামাল হোসেন বলেন, ‘আমি সকালে কাজে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলাম। কিছুক্ষণ পরেই শুনি আমার বাসার গৃহকর্মী শান্তা আত্মহত্যা করেছে। এটা শুনেই আমি দ্রুত বাসায় চলে আসি। আমি আর আমার স্ত্রী যখন কাজে বের হই তখন আমার বাসায় শান্তা ছাড়া কেউ ছিল না। শান্তার মা নতুন বিয়ে করেছেন। এ খবর শোনার পর থেকেই শান্তা হতাশাগ্রস্ত ছিল। এই কারণেই হয়ত সে আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা।’ পটিয়া নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, পটিয়া উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম রাশেদা আকতার (৩৫)। তিনি দৌলতপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। বুধবার দুপুরে পটিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বাড়ির শৌচাগারের একটি বাঁশের সঙ্গে শাড়ি পেঁচিয়ে রাশেদা আত্মহত্যা করে বলে পুলিশ জানায়।
×