ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঘারপাড়ায় রিমান্ডে নেয়া আসামির আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ মে ২০১৮

বাঘারপাড়ায় রিমান্ডে নেয়া আসামির আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, যশোর ॥ বাঘারপাড়া থানা হাজতে রিমান্ডে আনা হত্যা মামলার আসামি আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত তন্ময় কুন্ডু (২০) বাঘারপাড়া পশ্চিমা বলরামপুর মাদ্রাসা কর্মচারী আসাদুজ্জামান হত্যা মামলার এজহার নামীয় ২ নম্বর আসামি। তার মা অর্পণা রানী এই মামলার ১ নম্বর আসামি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছে। পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে চারটার সময় তন্ময়কে যশোর জেলহাজত থেকে একদিনের রিমান্ডে থানায় আনা হয়। এরপর তাকে থানা হাজতে রাখা হয়। এ সময় ডিউটিরত কনস্টেবল হাজতের ভেতর তন্ময়কে দেখতে না পেয়ে বাথরুমে উঁকি দেয়। সেখানেই তন্ময়কে গোঙ্গানী করা অবস্থায় দেখতে পেয়ে অন্যদের খবর দেয়া হয়। এরপর তাকে বাঘারপাড়ায় হাসপাতালে নেয়া হয়। বাঘারপাড়া হাসপাতালের কর্তব্যরত ডাঃ ইসরাত নাজনীন জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তন্ময়ের মৃত্যু হয়েছে। বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম জানায়, তন্ময় আত্মহত্যা করেছে। সংবাদ শুনে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন ও এএসপি ‘খ’ সার্কেল গোলাম রব্বানী শেখ ঘটনাস্থলে যান। উল্লেখ্য, গত ১১ মে বাঘারপাড়ার পশ্চিমা বলরামপুর মাদ্রাসার অফিস সহকারী আসাদুজ্জামনর বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। পরদিন থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করে। তন্ময় এ মামলার দুই নম্বর আসামি।
×