ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন মামলায় খালেদার জামিনের আদেশ আজ

প্রকাশিত: ০৫:১৮, ২৮ মে ২০১৮

 তিন মামলায় খালেদার  জামিনের আদেশ আজ

বিডিনিউজ ॥ কুমিল্লায় নাশকতার দুটি এবং নড়াইলে মানহানির একটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ সোমবার আদেশ দেবে হাইকোর্ট। কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার মামলাটিতে তার জামিনের আবেদনের শুনানি গত বৃহস্পতিবার শেষ হয়। সন্ত্রাসবিরোধী আইনে কুমিল্লার অন্য মামলাটি এবং নড়াইলের মানহানির মামলার রবিবার শুনানি শেষ হয়েছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে। তিনটি মামলাতেই বিএনপি চেয়ারপার্সনের জামিন আবেদনের বিষয়ে আজ সোমবার আদালত আদেশ দেবে বলে আইনজীবীরা জানিয়েছেন। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-িত খালেদা ওই মামলাটিতে আপীল করে জামিন নিলেও বিচারাধীন কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানোয় তার মুক্তি আটকে আছে। কুমিল্লা ও নড়াইলের তিনটি বাদে আরও দুটি মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেছেন। সেগুলো এখনও শুনানিতে আসেনি। কুমিল্লা ও নড়াইলের মামলা তিনটিতে গত ২০ মে হাইকোর্টে জামিনের আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন। মামলাগুলোর শুনানিতে খালেদার আইনজীবীরা বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশে করা হয়েছে। বয়স্ক নারী হিসেবে তাকে জামিন না দেয়ার আইনগত কোন বাধা নেই। অন্যদিকে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিচারিক আদালতে জামিনের আবেদনের সুরাহা হওয়ার আগে উচ্চ আদালতে চলে আসা নিয়ে প্রশ্ন তোলেন। কুমিল্লার দুটি মামলায় খালেদার আইনজীবীরা গত ২২ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক শুনানির জন্য ৭ জুন তারিখ রাখেন।
×