ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫ নারীসহ শতাধিক মাদক কারবারি গ্রেফতার

চোলাই মদের কারখানা আবিষ্কার গণকটুলী সুইপার কলোনিতে

প্রকাশিত: ০৪:২৪, ২৮ মে ২০১৮

চোলাই মদের কারখানা আবিষ্কার গণকটুলী সুইপার কলোনিতে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগের গণকটুলি সুইপার কলোনি ও কাওরানবাজার রেললাইন সংলগ্ন বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে অন্ততপক্ষে দুই শতাধিক মাদক কারবারি ও সেবীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ও বিকেলে দুই দফা প্রায় ৬ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে পুলিশের সঙ্গে ডিবি, ডগ স্কোয়াড, সোয়াট সদস্যরা অংশ নেয়। এতে পুলিশের সাঁজোয়া যান, জলকামাল, প্রিজনভ্যান, এ্যাম্বুলেন্সসহ ১০ থেকে ১২ প্লাটুন পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে অভিযানে অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে দশটার দিকে গণকটুলি সুইপার কলোনির চারপাশ ঘিরে রাখে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। এ সময় পুলিশের সাঁজোয়া যান, জলকামান, প্রিজনভ্যান, এ্যাম্বুলেন্স অবস্থান নেয়। পরে সুইপার কলোনির ভেতরে রমনা পুলিশের সঙ্গে ডিবি, ডগ স্কোয়াড, সোয়াট সদস্যরা অংশ নেয়। ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি জানান, অভিযানে রমনা পুলিশের সঙ্গে ডিবি, ডগ স্কোয়াড, সোয়াট সদস্যরা অংশ নেন। সেখানে একটি চোলাই মদের একটি কারখানা সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় ১৫শ’ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩শ’ পিস ইয়াবাসহ কিছু গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫ নারীসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে যাচাই-বাছাই করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বলে এডিসি আব্দুল্লাহিল কাফি। তিনি জানান, অভিযানে দেখা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই বাইরে তালা লাগিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিলেন। পরে তালা ভেঙ্গে পুলিশ ভেতরে ঢুকে তাদের আটক করে। এডিসি আব্দুল্লাহিল কাফি জানান, ছোট একটি জায়গায় বিপুল পরিমাণ মানুষের বসবাস। তাই এখানে অভিযানের আগে বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়েছে। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি ছিল। তবে এ সময় আমাদের কোন সমস্যা হয়নি। রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, গণকটুলি বস্তিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযানকালে ৩শ’ ইয়াবা ট্যাবলেট ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ ও কারখানা পাওয়া যায়। অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের কেউ মাদকসেবী, কেউ ব্যবসায়ী, কেউবা সরবরাহকারী। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। একইদিন বিকেল তিনটার দিকে কারওয়ানবাজার রেললাইন সংলগ্ন বস্তিতে মাদকবিরোধী অভিযান আরও শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করে পুলিশ। সন্ধ্যার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সত্যকি কবিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারওয়ানবাজারের রেললাইনের বস্তি রাজধানীর অন্যতম একটি মাদক স্পট। মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পুরো এলাকা ঘিরে অভিযান চলে। অভিযানে তেজগাঁও থানা পুলিশসহ ডিএমপির অন্য ইউনিট অংশ নেয়।
×