ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও চলন্ত ট্রেনে ঢিলের আঘাতে রক্ত ঝরল

প্রকাশিত: ০৪:০৮, ২৮ মে ২০১৮

আবারও চলন্ত ট্রেনে ঢিলের আঘাতে রক্ত ঝরল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আবারও চলন্ত ট্রেনে ঢিলের আঘাতে রক্ত ঝরল রঞ্জন (৪৫) নামের বুয়েটের এক স্টাফের। ঢিলের আঘাতে তার থুতনি কেটে গেছে। এছাড়া অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে এক শিশু। শিশুটির পাশ দিয়ে ত্রিভুজ আকৃতির পাথরের মাঝলা আকারের ঢিল আঘাত হানার পর রক্ত ঝরতে থাকে। এ সময় ট্রেনের যাত্রীরা প্রাথমিক চিকৎসা দিয়ে রক্ত বন্ধের চেষ্টা করে। পরে ট্রেন থামার পর তাদের ঢাকার হাসপাতালে চিকৎসা দেয়া হচ্ছে। শনিবার রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস নামে ট্রেনটি গাজীপুরের হায়দ্রাবাদ সেতু পার হওয়ার পর রাত সোয়া ৯টায় এই ঘটনা ঘটে। ট্রেনের ‘ড’ নাম্বার বগিতে এই মর্মান্তিক ঘটনায় যাত্রীরা জড়ো হয়ে আহতের রক্ত থামানোর চেষ্টা করলেও ট্রেন কর্তৃপক্ষ ছিল নির্বিকার। পাশেই ছিল পুলিশ কনস্টেবল আব্দুল খালেক। তিনি অনেক পরে বগির ভেতর দিয়ে যাওয়ার সময় জনরোষে পড়েন। পরে তিনি জানান, ট্রেনটিতে পাঁচ সদস্যের পুলিশ দলের নেতৃত্বে রয়েছেন এসআই হাসিবুল। তিনি এসি রুমে বসে আছেন। অনেক চেষ্টা করেও তাকে ট্রেন চলা অবস্থায় পাওয়া যায়নি। কমলাপুরে ট্রেন থামার পর তাকে পাওয়া যায়। এ সময় তিনি বলেন, বাইরে থেকে ঢিল এসেছে আমার করার কি আছে।
×