ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাউফলে ৭ দিনেই উঠে গেল সড়কের কার্পেটিং

প্রকাশিত: ০৭:২৫, ২৭ মে ২০১৮

বাউফলে ৭ দিনেই উঠে গেল সড়কের কার্পেটিং

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ মে ॥ বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ সরকারী প্রাইমারী স্কুল সংলগ্ন আরসিসি ব্রিজ থেকে আলম গাজীর বাড়ি পর্যন্ত ২৩ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার সড়কটি নির্মাণের পর সপ্তাহ যেতে না যেতেই অধিকাংশ জায়গার কার্পেটিং উঠে গিয়ে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। নিম্নমানের কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে কোহিনূর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটির নির্মাণ কাজ করেছেন। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটির অনেক স্থান থেকেই উঠে গেছে সদ্য করা কার্পেটিং। সামান্য খোঁচাতেই বের হয়ে আসছে যাচ্ছে পূর্বের ভাঙাচোরা সড়কের অংশ। সড়কটিতে সঠিকভাবে রোলার না করায় সড়কজুড়েই এবড়ো থেবড়ো অবস্থা। সড়কটির তালকুদার বাড়ির সামনে গিয়ে দেখা গছে, কয়েক শিশু সড়কটির ওপর উঠে যাওয়া কার্পেটিংয়ের পাথর হাত দিয়ে কুড়িয়ে খেলা করছিল। সড়কটিতে নিম্নমানের কাজ করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনকণ্ঠের এ প্রতিনিধিকে দেখে জনৈক এক ব্যক্তি বলেন, ভাই এই রাস্তায় মনে হয় কোন বিটুমিন দেয় নাই। খালি পোড়া মবিল দিয়ে করছে।
×