ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুট্টা চাষে মাঠ দিবস

প্রকাশিত: ০৪:৫০, ২৬ মে ২০১৮

ভুট্টা চাষে মাঠ দিবস

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ মে ॥ ‘ভুট্টা ফসল চাষে হবে ইউরিয়া সাশ্রয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ঠাকুরগাঁওয়ে ‘নেব’ এর মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সদর উপজেলার বেগুনবাড়ী বাজারে এসিআই আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শাহ আলম এবং দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফরের উপপরিচালক কৃষিবিদ আফতার হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ইউরিয়া সারের পেছনে বিপুল পরিমাণ ব্যয়ের কথা বিবেচনা করে চাষিরা আমেরিকা থেকে আমদানিকৃত এসিআই ফার্টিলাইজার ‘নেব’ নামীয় এক ধরনের মূলের নির্যাস ব্যবহার করছেন।
×