ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাত আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

প্রকাশিত: ০৪:৪০, ২৬ মে ২০১৮

সাত আইনজীবীর  বিরুদ্ধে দ্রুত বিচার  আইনে মামলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর কালেক্টরেটের দুই কর্মচারীকে পেটানোর অভিযোগে সাত আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অফিস সহকারী কাম টাইপিস্ট মোঃ আমিনুর রহমান ও পিয়ন আব্দুস সালামকে পেটানোর অভিযোগে বৃহস্পতিবার রাত ১১টায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম আমিনুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামানের অফিস সহকারী কাম টাইপিস্ট মোঃ আমিনুর রহমানের রুমে সাত আইনজীবী মাহফুজুর রহমান খান বিপুল, রবিউল আলম রবি, মোঃ ফিবেল, মোঃ সাদিক আলম বিন নায়ের, মোঃ সুমন সরকার খোকা, মোঃ রঞ্জু এবং মোঃ খোকনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫জন প্রবেশ করেন। প্রবেশের পর আইনজীবীদের সঙ্গে সহকারী আমিনুর ও পিয়ন আব্দুস সালামের কথা কাটাকাটির এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সাত আইনজীবী আমিনুর ও সালামকে কিলঘুষি, লাথি, চড়-থাপ্পড় মারার এক পর্যায়ে উভয়ে মেঝেতে পড়ে গেলে সে অবস্থায়ও বেদম পেটানো হয়। তাদের আর্তনাদে আশেপাশের রুমের কর্মচারীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা আমিনুর ও সালামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজলাস থেকে নেমে এসে আহত দুই কর্মচারীকে দেখে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
×