ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে অপহৃত শ্রমিক নেতার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪২, ২৫ মে ২০১৮

কক্সবাজারে অপহৃত শ্রমিক নেতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের উত্তরণ গৃহায়ন সমিতির পাশে পাহাড়ী এলাকা থেকে অপহৃত এক শ্রমিক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ হাসান কলাতলী আদর্শ গ্রাম এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র। মঙ্গলবার সেহরি খাবার প্রক্কালে একদল মুখোশ পরা লোক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। বুধবার মুঠোফোনে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শেষ পর্যন্ত হাসানের স্বজনরা তিনলাখ টাকা যোগাড় করেছে বলে জানায়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে মর্মে জানতে পেরে সন্ত্রাসীরা হাসানকে বুকে-পিটে গুলি চালিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সদর থানার ওসি জানান, নিহতের বুকে ও পিটে তিনটি গুলি লেগেছে। মূলত ইয়াবার আধিপত্য নিয়ে কোন্দলের জের ধরে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে হাসান নিহত হয়। নিহত হাসানের বড় ভাই শহর মুল্লুক বলেন, গত মঙ্গলবার সেহ্রি খাওয়ার সময় বাড়ি থেকে সাদা পোশাকধারী কিছু লোক হাসানকে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভাইয়ের গুলিবিদ্ধ লাশ দেখতে পান। শ্রমিক নেতা হাসান একটি মুদি দোকানদার বলে জানা গেছে। প্রতিপক্ষরা হাসানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেন নিহতের স্ত্রী আমেনা খাতুন। শেরপুরে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, ঝিনাইগাতীতে ফজিলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার হাতিবান্ধা গ্রাম থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিহত ফজিলা খাতুন হাতিবান্ধা গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নীলফামারীতে কিশোরী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বিজলী রানী নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পশ্চিম বালাগ্রাম ঢোলঢোগী পাড়া গ্রামে হতে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিজলী ওই গ্রামের দলিল লেখক কেশব রায়ের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিজলী তার নিজ বাড়ির বারান্দার একটি তীরে গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
×