ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৬:১১, ২৫ মে ২০১৮

উবাচ

সংসদেই স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, মাদক স¤্রাটতো সংসদেই আছেন। তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়েছেন তিনি। সারাদেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে এরশাদ এই দাবি জানালেন। তবে সংসদে কে বা কারা মাদক বাণিজ্য আর বিস্তারের সঙ্গে জড়িত তা বলেননি তিনি। জাতীয় পার্টি প্রধান আরও একটু খোলাসা করে বললে নিশ্চয়ই জাতি জানতে পারতো কে বা কারা সংসদে রয়েছেন যারা মাদক ছড়িয়ে দিচ্ছেন। দিচ্ছেন মৃত্যু ছড়িয়ে। ক্রসফায়ার স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজার-৪ আসন সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, আরও আগে মাদক ব্যবসায়ীদের ক্রসফায়ারে দেয়া উচিত ছিল। একদা এই বদির নামেই সংবাদ প্রকাশিত হয় যে, তিনি শুধু কক্সবাজারই নয় সারাদেশের ইয়াবা আমদানি বাণিজ্যের হোতা। তবে এবার বদি বলছেন মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান অব্যাহত রাখতে হবে। এজন্য আমাদের সবারই সহযোগিতা করা প্রয়োজন। যুবসমাজকে বাঁচাতে এটা অপরিহার্য। বদি আবার নিজের সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছেন, কারও সঙ্গে ইয়াবা সংক্রান্ত কথা বলেছি, সে রকম কোন তথ্য থাকলে প্রমাণ করুন। বিএনপি-জামায়াতের যে লোকগুলো ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করছে, সেখানে তাদের কোন নাম নেই। আমি তাদের বিরুদ্ধে কথা বলার কারণেই আজ আমার এই অবস্থা। আমার ভাইদের বিরুদ্ধেও কোন অভিযোগ নেই। দংশন স্টাফ রিপোর্টার ॥ মামলার জালে জড়িয়ে গেছেন বেগম খালেদা জিয়া। এতিমের টাকা মেরে খাওয়া থেকে পেট্রোলবোমায় মানুষ হত্যা এমনকি ভুয়া জন্মদিন পালনের ভূরি ভূরি মামলা রয়েছে বিএনপির কারা অন্তরীণ চেয়ারপার্সনের বিরুদ্ধে। আপাতত তার মুক্তি কতদূর তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন। পক্ষে বিপক্ষে যতই যুক্তি যে কেউ দাঁড় করাক না কেন খালেদা জিয়ার এই অভিজ্ঞতা শিক্ষনীয় বটে। ক্ষমতার সঠিক ব্যবহার না হলে শেষ পরিণতি কেমন হয় তা খালেদা জিয়াকে দেখে শেখা উচিত। কেমন আছেন খালেদা জিয়া-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলছিলেন, ভাল নেই। বহু প্রাচীন দেয়ালগুলো থেকে ঝরে পড়া সিমেন্ট ও বালি চোখ দুটোর অবস্থা আরও গুরুতর অবনতির দিকে ঠেলে দিচ্ছে। ব্যথায় চোখ দুটো সবসময় লাল হয়ে থকে। স্যাঁতসেঁতে জরাজীর্ণ ভবনে অবাসযোগ্য ও নানা অসুখ-বিসুখের আক্রমণের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কারাগারে দেশনেত্রীর কক্ষটি। অসংখ্য পোকামাকড়ে আকীর্ণ কক্ষটিতে বাস করা যেন নরকবাস। এসব পোকামাকড় তার শরীরে নানাভাবে দংশন করছে, এতে তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রিজভীর বর্ণিত এই পরিণতির কথা শুনে কি দেশের অন্য রাজনীতিকরা শিক্ষা নেবেন?
×