ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোহামেডান-রাসেলের তিন পয়েন্ট করে কর্তন

প্রকাশিত: ০৭:১৪, ২২ মে ২০১৮

মোহামেডান-রাসেলের তিন পয়েন্ট করে কর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির এক সভা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের বোর্ড রুমে কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলোÑ ১. বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১-এর পয়েন্ট টেবিল অনুমোদিত, ২. মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রকে ফিফার নির্দেশনা অনুযায়ী পয়েন্ট টেবিল হতে ৩ পয়েন্ট করে কর্তন করা হয়েছে, ৩. বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৮-১৯’ এর কার্যক্রম নিম্নরূপ- ক. অ-১৭ ফুটবল লীগ পরবর্তী মৌসুমে লীগ পদ্ধিতে অনুষ্ঠিত হবে, খ. সর্বোচ্চ ৮ হতে সর্বনিম্ন ৫ ভেন্যুতে চলতি মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হবে এবং প্রতি ভেন্যুর দলকে পরবর্তী ৩ বছর একই ভেন্যুতে খেলতে হবে, গ. বিদেশী খেলোয়াড় কোটা ৩ জন এবং ১ জন এশিয়ান কোটায় রেজিস্ট্রেশন করতে পারবে, ঘ. চলতি মৌসুমের দল বদল প্রথম উইন্ডো রেজিস্ট্রেশন ২৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ৪. ফেডারেশন কাপের মাধ্যমে আসন্ন ফুটবল মৌসুম শুরু হবে। মোহামেডান ও রাসেলের পয়েন্ট কাটার কারণ ভিন্ন। ২০১৩ সালে মোহামেডানের কোচ ছিলেন নাইজিরিয়ান এমেকা ইউজিগো। তার বেতন বকেয়া রেখেছিল দলটি। এদিকে ২০১৪ সালে মিরোসøাভ সাভানোভিচকে নিজেদের ক্লাবে লীগ খেলাতে নিয়ে আসে শেখ রাসেল। সার্বিয়ান এই ফরোয়ার্ডের পাওনা পরিশোধেও গড়িমসি করেছিল দলটি। বকেয়া নিয়ে শেষ পর্যন্ত এমেকা ও সাভানোভিচ ফিফার কাছে নালিশ করেন। ফিফা একাধিকবার নির্দেশনা দিলেও ক্লাব দুটি তা পরিশোধে গড়িমসি করে। শেষ পর্যন্ত জরিমানা ও পয়েন্ট কর্তনের নির্দেশনা বাফুফেকে দেয় ফিফা। এই সিদ্ধান্তের পর মোহামেডান-রাসেল শুধু বকেয়া পরিশোধ করে রেহাই পেতে চেয়েছিল। কিন্তু তাদের চেষ্টা ছিল ‘অরণ্যে রোদন’-এর মতো। এই দুই দলের পয়েন্ট কাটা হলেও পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানের হেরফের হয়নি। অর্থাৎ মোহামেডান পঞ্চম এবং শেখ রাসেল ষষ্ঠ স্থানেই থাকল।
×