ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক

২৬ কিমি পথ পাড়ি দিতেই ৩/৪ ঘণ্টা পার

প্রকাশিত: ০৬:০৮, ২২ মে ২০১৮

২৬ কিমি পথ পাড়ি দিতেই ৩/৪ ঘণ্টা পার

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এ সড়ক পথে যাত্রীদের হামেশা অন্তহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে। মুন্সীগঞ্জ জেলা সদর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক। দূরত্ব অনুযায়ী এই সড়কে গন্তব্যে পৌঁছাতে সাকুল্যে ৩০ মিনিট সময় লাগার কথা। অথচ ২৬ কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে সময় লেগে যাচ্ছে ৩ থেকে ৪ ঘণ্টা। এসব কারণে একবার এই সড়কে যাওয়ার পর দ্বিতীয়বার আর কোনও যাত্রী এ পথে যেতে চাইবেন না। মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত অত্যন্ত সরু সড়ক। বিভিন্ন সিমেন্ট কারখানার কাভার্ডভ্যান ও ট্রাক উক্ত সড়কের মধ্যে বেশ কয়েকটি পয়েন্টে এলোপাতাড়ি চলাচল করে যাত্রীবোঝাই বাসসহ অন্যান্য যানবাহন চলাচলের পথ রুদ্ধ করে তুলছে। এরমধ্যে কাঠপট্টি, নারায়ণগঞ্জ বিসিক ও শাসনগাঁও পয়েন্টে যাত্রীবোঝাই বাসসহ যানবাহন চলাচলের পথ রুদ্ধ করে তুলছে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান ও পণ্যবাহী ট্রাক। এর সঙ্গে রয়েছে ইজিবাইকের আধিক্য। ফলে সরু সড়ক পথে চলাচলের পথ রুদ্ধ হয়ে কাঠপট্টি, বিসিক ও শাসনগাঁও পয়েন্টে বাসসহ যানবাহন আটকা পড়ছে মুহূর্তে মুহূর্তে। এতে করে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সিমেন্টের কাভার্ডভ্যান, ট্রাক, ইজিবাইক, বাস, প্রাইভেট কারগুলোর মধ্যে একে অপরের মধ্যে জটলা বেধে চলাচলের পথকে আরও বেশি রুদ্ধ করে তুলছে। এতে যাত্রীবোঝাই বাস সহ অন্য যানবাহনগুলোকে এক স্থানেই ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর সেখানেই অলস বসে থেকে ঘণ্টারও বেশি সময় কেটে যাচ্ছে যাত্রীদের। কখনও কখনও কাঠপট্টি, শাসনগাঁও ও নারায়ণগঞ্জ বিসিক এলাকা পেরুতেই লেগে যায় ঘণ্টা দুই। এদিকে মুন্সীগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জে যোগাযোগের বিকল্প ৩টি লিংক রোড বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে নতুন সেতুর নির্মাণ কাজ চলমান থাকায় বিকল্প সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাই বিকল্প পথে চলাচলকারী যানগুলো এখন ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে পঞ্চবটি হয়ে চলাচল করছে। ফলে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বাড়তি যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক পাড়ি দিতে বাস যাত্রীদের ৩ থেকে ৪ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
×