ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী ও নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৫৪, ২১ মে ২০১৮

পটুয়াখালী ও নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ পটুয়াখালীর গলাচিপায় ও নড়াইলের লোহাগড়ায় রবিবার বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। পটুয়াখালীর গলাচিপায় রবিবার দুপুরে বজ্রপাতে আবু বকর নামে ২৫ বছর বয়সের এক কৃষকের মৃত্যু হয়েছে। আবু বকর গোলখালী ইউনিয়নের জুলেখা বাজারসংলগ্ন মোল্লা বাড়ির শাহআলম মোল্লার ছেলে। ঘটনার সময়ে বর্ষায় তরমুজ ক্ষেতে পানি জমে। আবু বকর পানি নিষ্কাশন করতে ক্ষেতে নামে। আকস্মিক বজ্রপাতে তরমুজ ক্ষেতেই তার মৃত্যু হয়। আবু বকরের ২ বছরের এক ছেলে ও স্ত্রী রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে বজ্রপাতে আহম্মদ মুন্সী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
×