ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক

প্রকাশিত: ০৭:২৫, ২০ মে ২০১৮

লৌহজংয়ে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে গৃহবধূ রুমা আক্তারের (২৬) মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। শনিবার দুপুরে উপজেলার বেজগাঁও ইউনিয়নের ছত্রিশ গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী সাগর সর্দার ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। স্থানীয় ও পুলিশের একটি সূত্র মনে করছে, স্বামী সাগর সর্দার ও শাশুড়ির অত্যাচারেই রুনা আত্মাহত্যা করেছে। সাগর প্রায়ই রুমাকে যৌতুকসহ নানা কারণে মারধর করত। এসব যন্ত্রণা শনিবার চরম আকার ধারণ করে সহ্য করতে না পেরে দুপুরে রুমা ঘরের আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জামালপুরে টিকিট কালোবাজারির জেল নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৯ মে ॥ জেলা প্রশাসন শনিবার বিকেলে জামালপুর রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। অভিযানের সময় মোঃ আনজু (৪০) নামের চিহ্নিত এক টিকিট কালোবাজারিকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে জামালপুর রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে রেলস্টেশন সংলগ্ন শাহপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে চিহ্নিত টিকিট কালোবাজারি মোঃ আনজুকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় আটক টিকিট কালোবাজারি মোঃ আনজুকে এক বছরের বিনাশ্রম কারাদ-ে দ-িত করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান এ অভিযানের সত্যতা স্বীকার করেছেন। ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৯ মে ॥ শনিবার সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার জাকির হোসেনের নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের সময় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আসাদ মিয়া (৩০)। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সোনাকান্দি গ্রামে। পিতার নাম সব্দর আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে রডের সংস্পর্শ হলে এ ঘটনা ঘটে।
×