ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৬:২২, ২০ মে ২০১৮

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের অভয়নগর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তিনজনকে মাদক ব্যবসায়ী বলা হচ্ছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্নেল জাহিদের দাবি, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পালসার মোটরসাইকেল, দুটি পিস্তল, ৫০০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। শুক্রবার রাত তিনটা ২০ মিনিটের দিকে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই তিন মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহতরা হলো, অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান (৩৮) এবং আব্দুস সাত্তার কাসারীর ছেলে মিলন কাসারী (৪০)। র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার লে. কর্নেল জাহিদ বলেন, ‘রমজান মাস উপলক্ষে এবং মাদক চোরাচালানরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে শুক্রবার রাত নয়টার দিকে র‌্যাবের একটি টিম পায়রা-নওয়াপাড়া রোডে চেকপোস্ট বসায়। রাত আড়াইটার দিকে তারা যখন একটি মোটরসাইকেল থামিয়ে পরীক্ষা করছিলেন, তখন আরেকটি মোটরসাইকেলে এসে তিন ব্যক্তি র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা জবাব দেয়। এতে আমাদের দুই সদস্য আহত হন এবং মোটরসাইকেলে থাকা তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে র‌্যাবের গাড়িতে করেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।’ তিনি বলেন, ‘শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালে খবর নিয়ে জানতে পারি, তারা মারা গেছে।’ নিহতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান লে. কর্নেল জাহিদ। অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া বলেন, ‘শনিবার সকালে র‌্যাব তিনটি মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। দুপুরে মনাতদন্তের জন্য এগুলো যশোর জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নান্দাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার গ্রেফতার আসামি নিহত ॥ স্টাফ রিপোর্টার জানান, ময়মনসিংহ থেকে জানান, নান্দাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইমন নামে এক হত্যা মামলার আসামি নিহত হয়েছে। ইজিবাইক চালক রানা হত্যা মামলার আসামি ইমনকে শুক্রবার গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার ভোররাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় ইমন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার নান্দাইলে চালক রানাকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় রানার লাশ উদ্ধার করে নান্দাইল থানা পুলিশ। শুক্রবার ঈশ্বরগঞ্জের রায়ের বাজারে ইজিবাইক বিক্রি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে ইমনকে আটক করে পুলিশে খবর দেয়। জেলা গোয়েন্দা পুলিশ ইমনকে নিয়ে সহযোগীদের গ্রেফতারে নান্দাইলের কলাপাড়ায় অভিযান চালায়। এ সময় সহযোগীরা ইমনকে ছিনিয়ে নিতে চাইলে পুলিশ ও ইমনের সহযোগীদের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় ইমন। পরে গুলিবিদ্ধ ইমনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
×