ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধনে পাতার কেজি ২শ’ টাকা, বেগুন এক শ’

প্রকাশিত: ০৫:১৮, ১৯ মে ২০১৮

ধনে পাতার কেজি ২শ’ টাকা,  বেগুন এক শ’

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ রোজায় ইফতারি সামগ্রীতে অন্যতম প্রয়োজনীয় পণ্য হচ্ছে ধনেপাতা। সুগন্ধের জন্য ইফতারে ধনেপাতা থাকা চাই। শীতকালীন পণ্য হলেও এখন সারাবছরই বাজারে ধনেপাতা পাওয়া যায়। রমজান মাস ঘিরে মুন্সীগঞ্জে এক কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ২শ’ টাকায়। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শহর বাজারে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা হলে তারা জানান, এখন বছর জুড়েই ধনেপাতা পাওয়া যায়। তবে বর্তমান সময়ে বাজারে ধনেপাতা রয়েছে সামান্য পরিমাণে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। তাই এই সময়ে ধনে পাতার দাম একটু বেশিই পড়বে।
×